বোলপুর, 30 জানুয়ারি: "জমি যখন আমার, তখন সেটা টেবিলের উপর উঠে দাঁড়িয়ে চিৎকার করে বলার কোনও প্রয়োজন নেই ! তবে, মুখ্যমন্ত্রী সমস্ত বিষয়টি খতিয়ে দেখেছেন ৷ এটা অবশ্যই ভালো ৷" সোমবার একথা বললেন অমর্ত্য সেন ৷ এদিন বীরভূম সফরের শুরুতেই নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের বাসভবন প্রতীচীতে আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee at Amartya Sen House) ৷ বেশ কিছুক্ষণ অমর্ত্যের সঙ্গে কথা বলেন তিনি ৷ পাশাপাশি, নোবেলজয়ীর গোটা পরিবারকে আশ্বস্ত করেন ৷ রীতিমতো 'সরকারি নথি পেশ করে' মমতা জানান, অমর্ত্য সেন বা তাঁর পরিবারের সদস্যরা বিশ্বভারতীর এক টুকরো জমিও বেআইনিভাবে দখল করে রাখেননি ৷
মমতা প্রতীচী থেকে বেরিয়ে যাওয়ার পরই অমর্ত্যের মুখোমুখি হন সাংবাদিকরা ৷ মমতার এদিনের এই আগমন নিয়ে বিশ্ববরেণ্য বাঙালির প্রতিক্রিয়া চান তাঁরা ৷ তার জবাবে অমর্ত্য বলেন (Amartya Sen comments on Land Controversy), জমি বিতর্ক নিয়ে তিনি যে কথা বলেছেন এবং বিশ্বভারতী যে তথ্য পেশ করেছে, তার মধ্যে ফারাক রয়েছে ৷ এই দুইয়ের মধ্যে একটি তথ্য যে সঠিক এবং অন্যটি নয়, সেটি মমতাও বুঝেছেন ৷ আর সেই কারণেই তিনি নিজে বিষয়টি অনুসন্ধান করে দেখেছেন ৷ মুখ্যমন্ত্রীর এই উদ্যোগে খুশি অমর্ত্য ৷
আরও পড়ুন:অমর্ত্য সেনকে জেড প্লাস নিরাপত্তা ঘোষণা মমতার, বোলপুরের বাড়িতে গিয়ে দিলেন জমির নথি