পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Amartya Sen comments on Land Controversy: 'জমি যখন আমার, তখন টেবিলের উপর উঠে চিৎকারের দরকার নেই !' মন্তব্য নোবেলজয়ীর - জমি বিতর্ক

প্রতীচীর সমস্ত জমিই সেন পরিবারের ৷ সোমবার 'প্রমাণ-সহ' একথা জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তারপর কী বললেন অমর্ত্য সেন (Amartya Sen comments on Land Controversy) ?

Amartya Sen comments on Land Controversy after Mamata Banerjee Visit his house
প্রতীচীতে অমর্ত্য সেন

By

Published : Jan 30, 2023, 7:22 PM IST

Updated : Jan 30, 2023, 7:32 PM IST

জমি বিতর্কে অমর্ত্য সেনের প্রতিক্রিয়া

বোলপুর, 30 জানুয়ারি: "জমি যখন আমার, তখন সেটা টেবিলের উপর উঠে দাঁড়িয়ে চিৎকার করে বলার কোনও প্রয়োজন নেই ! তবে, মুখ্যমন্ত্রী সমস্ত বিষয়টি খতিয়ে দেখেছেন ৷ এটা অবশ্যই ভালো ৷" সোমবার একথা বললেন অমর্ত্য সেন ৷ এদিন বীরভূম সফরের শুরুতেই নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের বাসভবন প্রতীচীতে আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee at Amartya Sen House) ৷ বেশ কিছুক্ষণ অমর্ত্যের সঙ্গে কথা বলেন তিনি ৷ পাশাপাশি, নোবেলজয়ীর গোটা পরিবারকে আশ্বস্ত করেন ৷ রীতিমতো 'সরকারি নথি পেশ করে' মমতা জানান, অমর্ত্য সেন বা তাঁর পরিবারের সদস্যরা বিশ্বভারতীর এক টুকরো জমিও বেআইনিভাবে দখল করে রাখেননি ৷

মমতা প্রতীচী থেকে বেরিয়ে যাওয়ার পরই অমর্ত্যের মুখোমুখি হন সাংবাদিকরা ৷ মমতার এদিনের এই আগমন নিয়ে বিশ্ববরেণ্য বাঙালির প্রতিক্রিয়া চান তাঁরা ৷ তার জবাবে অমর্ত্য বলেন (Amartya Sen comments on Land Controversy), জমি বিতর্ক নিয়ে তিনি যে কথা বলেছেন এবং বিশ্বভারতী যে তথ্য পেশ করেছে, তার মধ্যে ফারাক রয়েছে ৷ এই দুইয়ের মধ্যে একটি তথ্য যে সঠিক এবং অন্যটি নয়, সেটি মমতাও বুঝেছেন ৷ আর সেই কারণেই তিনি নিজে বিষয়টি অনুসন্ধান করে দেখেছেন ৷ মুখ্যমন্ত্রীর এই উদ্যোগে খুশি অমর্ত্য ৷

আরও পড়ুন:অমর্ত্য সেনকে জেড প্লাস নিরাপত্তা ঘোষণা মমতার, বোলপুরের বাড়িতে গিয়ে দিলেন জমির নথি

এরপরই এক সাংবাদিক অমর্ত্যের কাছে জানতে চান, মুখ্যমন্ত্রী তাঁকে যেসমস্ত নথি দিয়ে গেলেন, সেগুলি তিনি বিশ্বভারতীকে পাঠাবেন কি না ৷ জবাবে অমর্ত্য বলেন, "আমি কেন পাঠাব ? আমি কোথাও কিছু পাঠাব না ৷ জমি যদি আমার হয়, তাহলে সেটা জানানোর জন্য টেবিলের উপর উঠে চিৎকার করার কোনও প্রয়োজন নেই ৷"

উল্লেখ্য, জমি বিতর্কে ইতিমধ্যেই অমর্ত্য সেনকে একাধিক চিঠি দিয়েছে বিশ্বভারতী কর্তৃপক্ষ ৷ তাঁর কাছ থেকে 'দখল করে রাখা' 13 ডেসিমেল জমি ফেরত চাওয়া হয়েছে ! অমর্ত্য আগেই জানিয়েছেন, এই অভিযোগ সঠিক নয় ৷ সোমবার সেই একই সুর শোনা গেল মুখ্যমন্ত্রীর গলাতেও ৷ সেইসঙ্গে, মুখ্যমন্ত্রী সরকারি নথিও প্রমাণ হিসাবে পেশ করলেন ! আর বিশ্বভারতীর পাঠানো একের পর এক চিঠি প্রসঙ্গে অমর্ত্যের প্রতিক্রিয়া হল, "ওঁদের চিঠি পাঠানোর ক্ষমতা রয়েছে ৷ চিঠি পাঠাচ্ছেন ৷ তা নিয়ে আমার কিছু বলার নেই ৷"

এদিন অমর্ত্য সেনকে জেড প্লাস ক্য়াটেগরির নিরাপত্তা দেওয়ার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী ৷ সেই প্রসঙ্গে অমর্ত্য বলেন, "আমি এই বিষয়ে কিছু জানি না ৷ আমার তো মনে হয়, আমি ভালোই নিরাপদে আছি ৷"

Last Updated : Jan 30, 2023, 7:32 PM IST

ABOUT THE AUTHOR

...view details