পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Visva Bharati University: মধ্যরাতে পড়ুয়াদের মারধর করে ধরনা মঞ্চ ভাঙার অভিযোগ বিশ্বভারতীর নিরাপত্তারক্ষীদের বিরুদ্ধে - Bidyut Chakrabarty

আন্দোলনকারী পড়ুয়াদের মারধর করে ধরনা মঞ্চ ভেঙে দেওয়ার অভিযোগ উঠল বিশ্বভারতীর (Visva Bharati University) নিরাপত্তারক্ষীদের বিরুদ্ধে ৷ উত্তপ্ত বিশ্বভারতীতে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে (Attack on Visva Bharati University) ।

Visva Bharati University
পড়ুয়াদের মারধর করে ধরনা মঞ্চ ভাঙার অভিযোগ বিশ্বভারতীর নিরাপত্তারক্ষীদের বিরুদ্ধে

By

Published : Dec 14, 2022, 1:20 PM IST

পড়ুয়াদের মারধর করে ধরনা মঞ্চ ভাঙার অভিযোগ বিশ্বভারতীর নিরাপত্তারক্ষীদের বিরুদ্ধে

শান্তিনিকেতন, 14 ডিসেম্বর: মধ্যরাতে ভারপ্রাপ্ত কর্মসচিবের নেতৃত্বে বিশ্বভারতীর (Visva Bharati University) নিরাপত্তারক্ষীরা এসে ধরনা মঞ্চ ভেঙে দেয় ৷ এমনকী বেধড়ক মারধর করা হয় আন্দোলনকারী পড়ুয়াদের বলে অভিযোগ । নতুন করে রাত থেকে উত্তেজনা বিশ্বভারতীতে (Attack on Visva Bharati University) ।

সোমনাথ সৌ নামে এক পড়ুয়াকে ভর্তি না-নেওয়া ও মীনাক্ষী ভট্টাচার্য নামে এক পড়ুয়াকে গবেষণাপত্র জমা দিতে না-দেওয়া এবং বেশ কিছু পড়ুয়াকে শো-কজ করার অভিযোগে উপাচার্যকে ঘেরাও করে আন্দোলন শুরু করেন পড়ুয়াদের একাংশ ৷ এই ঘটনায় উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীকে (Bidyut Chakrabarty) কেন্দ্রীয় কার্যালয়ে আটকে বিক্ষোভ দেখান পড়ুয়ারা ৷ এরপর তাঁকে কার্যালয় থেকে বেরোতে দিলেও, গত 21 দিন ধরে কার্যত গৃহবন্দি হয়েছিলেন তিনি ৷ এদিন সকালে বিশাল সংখ্যক নিরাপত্তারক্ষীদের এনে বাড়ি থেকে বেরিয়ে কেন্দ্রীয় কার্যালয়ে যাওয়ার চেষ্টা করেন উপাচার্য ৷ সেই সময় ধরনা মঞ্চে থাকা আন্দোলনকারীদের সঙ্গে হাতাহাতি শুরু হয় নিরাপত্তারক্ষীদের ৷

আরও পড়ুন:আন্দোলনকারী পড়ুয়াদের লক্ষ্য করে ইট ছুড়লেন উপাচার্য ! ফের উত্তেজনা বিশ্বভারতীতে

অভিযোগ উঠেছে, ধরনা মঞ্চে ভাঙচুর চালায় নিরাপত্তারক্ষীরা ৷ সেখানে চেয়ার ও পড়ুয়াদের রাখা সাইকেলও ভাঙচুর করা হয় বলে অভিযোগ ৷ পুরো ঘটনায় পালটা আন্দোলনকারী পড়ুয়ারাও নিরাপত্তারক্ষীদের দিকে তেড়ে যায় ৷ এরপরেই পরিস্থিতি হাতের বাইরে চলে যায় ৷ পড়ুয়াদের অভিযোগ, সেই সময় ঘটনাস্থলে পুলিশ উপস্থিত ছিল ৷ তাঁদের সামনেই দু'পক্ষের এই হাতাহাতি হয় ৷ তবে, পুলিশ নীরব ভূমিকা পালন করেছে ৷

এরপরে মঙ্গলবার মধ্যরাতে ভারপ্রাপ্ত কর্মসচিবের নেতৃত্বে বিশাল সংখ্যক নিরাপত্তারক্ষীরা এসে ধরনা মঞ্চ ভাঙচুর করে । এমনকী বেধড়ক মারধর করা হয় আন্দোলনকারী পড়ুয়াদের এমনটাই অভিযোগ । খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয় ৷ মধ্যরাতে নিরাপত্তারক্ষীরা পড়ুয়াদের উপর চড়াও হওয়ার প্রতিবাদে উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর বাসভবনের সামনে ধরনায় বসে পড়ুয়ারা । সব মিলিয়ে নতুন করে উত্তপ্ত বিশ্বভারতী । বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে ।

আরও পড়ুন:বিশ্বভারতীর পড়ুয়া ও নিরাপত্তারক্ষীদের মধ্যে হাতাহাতি, 21 দিন পর বাড়ি থেকে বেরলেন উপাচার্য

ABOUT THE AUTHOR

...view details