পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

পাড়ুইয়ে BJP-র কর্মসূচিতে পুলিশের সামনেই বোমাবাজির অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে - parui bombing

BJP নেতা শেখ সামাদের নেতৃত্বে ডেপুটেশন দিতে জড়ো হয় BJP কর্মী-সমর্থকেরা ৷

পাড়ুইয়ে BJP-র থানা অভিযান কর্মসূচিতে বোমাবাজি, অভিযোগের তীর তৃণমূলের দিকে
পাড়ুইয়ে BJP-র থানা অভিযান কর্মসূচিতে বোমাবাজি, অভিযোগের তীর তৃণমূলের দিকে

By

Published : Oct 7, 2020, 12:57 PM IST

পাড়ুই, 7 অক্টোবর : BJP-র থানা অভিযান কর্মসূচির সময় বোমাবাজির ঘটনা ঘটল পাড়ুইয়ে । পুলিশের সামনেই বোমাবাজি করার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে । পাড়ুই বাজারের রাস্তায় BJP কর্মীদের লক্ষ্য করে বোমা ছোড়া হয় । ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা ।

BJP নেতা-কর্মীদের মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে । এই অভিযোগে আজ বীরভূম জেলাজুড়ে প্রতিটি থানায় ডেপুটেশন দেওয়ার কর্মসূচি নেওয়া হয় । সেইমতো পাড়ুই থানায় BJP নেতা শেখ সামাদের নেতৃত্বে ডেপুটেশন দিতে জড়ো হন BJP কর্মী-সমর্থকরা ৷ কর্মসূচিতে গন্ডগোল এড়াতে পুলিশ মোতায়েন করা ছিল ।

অভিযোগ, পুলিশের সামনেই পাড়ুই বাজারে রাস্তার উপর বোমাবাজি শুরু করে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা । BJP কর্মীদের লক্ষ্য করে বোমা ছোড়া হয় ৷ দলীয় পতাকা, ব্যানার ফেলে ছত্রভঙ্গ হয়ে যায় BJP-র জমায়েত ৷ খবর পেয়ে পরে আরও পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয় । রাস্তায় বোমার দাগ, সুলতি পড়ে থাকতে দেখা যায় । আতঙ্কে বন্ধ হয়ে যায় দোকানপাট ।

যদিও অভিযোগ অস্বীকার করে স্থানীয় তৃণমূল নেতা মুস্তাক হুসেন বলেন, "তৃণমূলের কেউ কোনও বোমাবাজি করেনি । মিথ্যা অভিযোগ করছে ওরা ।" এলাকায় উত্তেজনা থাকায় পাড়ুই বাজারে পুলিশ মোতায়েন করা হয়েছে ।

ABOUT THE AUTHOR

...view details