বোলপুর, ১০ ডিসেম্বর : বীরভূমের দেউচা-পাচামি অঞ্চলের মানুষের সঙ্গে শুক্রবার কথা বলতে গিয়েছিল সিপিআইএম নেতৃত্ব ৷ অভিযোগ, সুজন চক্রবর্তীর নেতৃত্বে সিপিএম নেতারা এদিন যখন এলাকায় যাচ্ছিলেন তখন তাঁদের কালো পতাকা দেখানো হয় ৷ সিপিএম নেতার অভিযোগ, তৃণমূলের লোকজন এই কাজ করেছে ৷ (allegation of showing black flag to cpim leaders at deucha pachami against tmc)
এবিষয়ে সুজন চক্রবর্তী বলেন, "আমরা গ্রামের মানুষদের সঙ্গে কথা বলতে যাচ্ছিলাম, তখন আমাদের কালো পতাকা দেখানো হয়েছে। আসলে তৃণমূল এটাকে নিজেদের জমিদারি ভাবে ৷ যা ইচ্ছা তাই করবে ভাবে ৷ কিন্তু এতে আমাদের থামানো যায়নি, আমরা এলাকার মানুষের সঙ্গে কথা বলেছি ৷" তিনি আরও বলেন, "এই এলাকার মানুষজন চাইছেন না জমি দিতে ৷ তাঁরা বলছেন, কোথায় যাবেন জীবন-জীবিকা ছেড়ে? কী কাজ পাবেন তারও তো ঠিক নেই ৷ তাই জমি দিতে নারাজ তাঁরা।" এদিন দেউচা-পাচামির দেওয়ানগঞ্জ, হরিণসিঙ্গা প্রভৃতি গ্রামে যান সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী, রামচন্দ্র ডোম প্রমুখ ৷