পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Gang Rape in Bolpur : দেনার দায়ে মেয়েকে তৃণমূল নেতার হাতে তুলে দিল বাবা, নাবালিকাকে গণধর্ষণ - allegation of rape of minor against tmc leader from bolpur

এই ধর্ষণের ঘটনায় অভিযুক্ত তৃণমূল নেতা দীপ্তিমান ঘোষকে গ্রেফতার করেছে পুলিশ (police arrest the TMC leader accused of rape in Bolpur) ৷

bolpur gang rape
দেনার দায়ে মেয়েকে তৃণমূল নেতার হাতে তুলে দিল বাবা

By

Published : Apr 11, 2022, 5:46 PM IST

Updated : Apr 11, 2022, 8:34 PM IST

বোলপুর, 11 এপ্রিল : ঋণ শোধ করতে না পেরে মেয়েকে তৃণমূল নেতার হাতে তুলে দিল বাবা ৷ দিনের পর দিন ওই নাবালিকাকে ধর্ষণ করল তৃণমূল নেতা-সহ কয়েকজন । এমনই নৃশংস ঘটনার অভিযোগ উঠেছে, বীরভূমের বোলপুর এক আদিবাসী এলাকায় (Gang Rape in Bolpur) ৷ ঘটনায় মূল অভিযুক্ত তৃণমূল নেতা দীপ্তিমান ঘোষকে ইতিমধ্যে গ্রেফতার করেছে বোলপুর থানার পুলিশ । ধৃত ব্যক্তি তৃণমূলের সিয়ান-মুলুক গ্রাম পঞ্চায়েতের সদস্য ৷ ওই নাবালিকা বর্তমানে বোলপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন ।

পুলিশ ও পরিবার সূত্রে জানা গিয়েছে, বোলপুর থানার সিয়ান-মুলুক এলাকায় তৃণমূল পঞ্চায়েত সদস্য দীপ্তিমান ঘোষের কাছ থেকে লক্ষাধিক টাকা ঋণ নিয়েছিল ওই নাবালিকার বাবা ৷ কিন্তু ঋণের টাকা পরিশোধ করতে পারছিলেন না তিনি ৷ পাওনা টাকা চেয়ে চাপ বাড়াচ্ছিল ওই তৃণমূল নেতা ৷ তাই বাধ্য হয়ে নিজের নাবালিকা মেয়েকে ওই তৃণমূল নেতার হাতে তুলে দেন ওই ব্যক্তি ৷

দেনার দায়ে মেয়েকে তৃণমূল নেতার হাতে তুলে দিল বাবা

আরও পড়ুন : নামখানাতেও মহিলাকে গণধর্ষণ করে পুড়িয়ে মারার চেষ্টা

অভিযোগ, গত 31 মার্চ থেকে ওই নাবালিকাকে লাগাতার ধর্ষণ করে দীপ্তিমান ঘোষ নামে ওই তৃণমূল নেতা ও তার দুই সঙ্গী ৷ এই ঘটনায় নির্যাতিতার দিদি বোলপুর থানায় বাবা-মা সহ তৃণমূল নেতার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন । অভিযোগ পেয়েই অতিরিক্ত জেলা পুলিশ সুপার ও বোলপুরের এসডিপিও-র নেতৃত্বে পুলিশ যায় ঘটনাস্থলে । নির্যাতিতাকে উদ্ধার করে চিকিৎসার বোলপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয় । অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির 376 ডি (গণ ধর্ষণ), 506(হুমকি) ধারা ও পকসো আইনে মামলা রুজু করেছে পুলিশ । অভিযুক্ত তৃণমূলের পঞ্চায়েত সদস্য দীপ্তিমান ঘোষকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ ৷ নাবালিকার বাবা-সহ বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে বলে জানিয়েছেন বোলপুরের এসডিপিও অভিষেক রায় । নির্যাতিতার দিদি বলেন, "বোন ফোনে আমাকে সব জানিয়েছে ৷ ও ভয়ে রয়েছে । ও সুস্থ হলে ঘটনা আরও পরিষ্কার হবে ৷ আমরা চাই অভিযুক্তরা শাস্তি পাক ৷"

Last Updated : Apr 11, 2022, 8:34 PM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details