শান্তিনিকেতন, 22 মে: তৃণমূল কাউন্সিলরের নেতৃত্বে সম্পূর্ণ বেআইনিভাবে কোপাই নদী থেকে চলছে মাটি কাটার কাজ (illegal soil cutting in Kopai) ৷ প্রশাসনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে রূপপুর অঞ্চলে কোপাই নদীতে ট্রাক্টর নামিয়ে মাটি কাটার কাজ চলেছে রবিবারও ৷ বোলপুর পৌরসভার 3 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর ধর্মেন্দ্র সিং নিজে দাঁড়িয়ে এই মাটি কাটার নির্দেশ দিয়েছেন বলে অভিযোগ ৷ তিনি আবার ইট ভাটার মালিকও ।
কোপাই নদীর মাটি ইটভাটার কাজেই ব্যবহৃত হয় ৷ শান্তিনিকেতনে ঐতিহ্যবাহী কোপাই নদীর তীর কাটা তার দিয়ে দখল করে নেওয়া, নদী বক্ষ থেকে বালি তোলা, নদীর পাড়ের মাটি কেটে নেওয়ার অভিযোগ দীর্ঘদিন ধরেই । আর এতে প্রায় ধ্বংসের মুখে "আমাদের ছোট নদী"। কোপাই নদী বাঁচানোর দাবিতে একাধিক আবেদন পাওয়ার পর নদীর বেশ কিছু জায়গায় বীরভূম পুলিশের তরফে বোর্ড লাগিয়ে বালি তোলা ও মাটি কাটায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ৷ কিন্তু, রবিবার এলাকায় গিয়ে দেখা গেল, শান্তিনিকেতনের রূপপুর অঞ্চলে কোপাই নদী বক্ষে ট্রাক্টর নামিয়ে দিনে দুপুরে চলছে দেদার মাটি কাটার কাজ৷ আর তাতে নেতৃত্ব দিচ্ছেন খোদ তৃণমূল কাউন্সিলর । বোলপুর পৌরসভার 3 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর ধর্মেন্দ্র সিং নিজে দাঁড়িয়ে থেকে শ্রমিকদের দিয়ে মাটি কাটাচ্ছিলেন । তিনি একটি ইটভাটার মালিক ৷