বোলপুর, 24 জুন : বীরভূমের ইলামবাজার থানার জয়দেবের বাসিন্দা আশিস সিংহ 2012 সালে প্রাথমিকে চাকরির জন্য 9 লক্ষ টাকা দেন ৷ শান্তিনিকেতন থানার রূপপুর গ্রাম পঞ্চায়েতের ইসলামপুর গ্রামের তৃণমূল নেতা রতন মণ্ডল ওরফে বুদ্ধদেব মণ্ডলকে এই টাকা দিয়েছিল বলে অভিযোগ ওঠে (Allegation of embezzling money in Primary Teacher Job)৷ এতবছর পরও চাকরি তো তিনি পাননি ৷ উপরন্তু টাকাও ফেরত পাননি ৷
এই রতন মণ্ডল তৎকালীন তৃণমূলের অঞ্চল সভাপতির ঘনিষ্ঠ হিসাবে এলাকায় পরিচিত ছিলেন ৷ শুক্রবার সেই টাকা ফেরত চেয়ে কার্যত রতন মণ্ডলের পায়ে ধরেন আশিস সিংহ ৷ কিন্তু, রতন মণ্ডলের পালটা দাবি, তিনি প্রাথমিকে চাকরি দেওয়ার জন্য কোনওরকম টাকা নেননি ৷ তিনি ধার হিসাবে সেই টাকা নিয়েছিলেন। তাঁর দাবি, মেয়ের প্রাথমিকে চাকরির জন্য সেই টাকা দিয়েছিলেন নানুরের বাসাপাড়ার তৃণমূল নেতা রফিক শেখকে ৷