পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Money Embezzlement : প্রাথমিকে চাকরি দেওয়ার নামে টাকা আত্মসাৎ তৃণমূল নেতার, ফেরত চেয়ে পা-ধরলেন অভিযোগকারী - বোলপুরে প্রাথমিকে চাকরির নামে টাকা আত্মসাতের অভিযোগ

প্রাথমিক নিয়োগে অনিয়ম নিয়ে সিবিআই তদন্ত শুরু হতেই একের পর এক আর্থিক লেনদেনের ঘটনা প্রকাশ্যে আসছে ৷ চাকরি পাইয়ে দেওয়া নিয়ে টাকা আত্মসাৎ তৃণমূল নেতার ৷ এমনই অভিযোগ উঠল বীরভূমে (Allegation of embezzling money in Primary Teacher Job) ৷

primary teacher job
প্রাথমিকে চাকরির নামে টাকা আত্মসাতের অভিযোগ

By

Published : Jun 24, 2022, 8:10 PM IST

বোলপুর, 24 জুন : বীরভূমের ইলামবাজার থানার জয়দেবের বাসিন্দা আশিস সিংহ 2012 সালে প্রাথমিকে চাকরির জন্য 9 লক্ষ টাকা দেন ৷ শান্তিনিকেতন থানার রূপপুর গ্রাম পঞ্চায়েতের ইসলামপুর গ্রামের তৃণমূল নেতা রতন মণ্ডল ওরফে বুদ্ধদেব মণ্ডলকে এই টাকা দিয়েছিল বলে অভিযোগ ওঠে (Allegation of embezzling money in Primary Teacher Job)৷ এতবছর পরও চাকরি তো তিনি পাননি ৷ উপরন্তু টাকাও ফেরত পাননি ৷

এই রতন মণ্ডল তৎকালীন তৃণমূলের অঞ্চল সভাপতির ঘনিষ্ঠ হিসাবে এলাকায় পরিচিত ছিলেন ৷ শুক্রবার সেই টাকা ফেরত চেয়ে কার্যত রতন মণ্ডলের পায়ে ধরেন আশিস সিংহ ৷ কিন্তু, রতন মণ্ডলের পালটা দাবি, তিনি প্রাথমিকে চাকরি দেওয়ার জন্য কোনওরকম টাকা নেননি ৷ তিনি ধার হিসাবে সেই টাকা নিয়েছিলেন। তাঁর দাবি, মেয়ের প্রাথমিকে চাকরির জন্য সেই টাকা দিয়েছিলেন নানুরের বাসাপাড়ার তৃণমূল নেতা রফিক শেখকে ৷

আরও পড়ুন :ডাটা রুম সিবিআই-এর হাতে বলে হাইকোর্টকে তথ্য দিতে সমস্যা, দাবি সিদ্ধার্থ মজুমদারের

আশিস সিংহ বলেন, "আমাকে প্রাথমিকে চাকরি দেব বলেছিলেন রতন মণ্ডল ৷ তাই টাকা দিয়েছিলাম। চাকরি না-হলে টাকা ফেরত দেবে বলেছিলেন ৷ এখন দিচ্ছেন না ৷ আমি চাই উনি আমার টাকা ফেরত দিক।" আশিস সিংহের এক প্রতিবেশী শ্যামল সাহা বলেন, "চাকরি দেব বলে আশিসের কাছে টাকা নিয়েছেন রতন মণ্ডল। চাকরি হয়নি, এখন টাকাও ফেরত দিচ্ছেন না ৷ আশিস গরিব ৷ টাকা ফেরত না-পেয়ে এখন শোকাহত ৷ আমি ওর সঙ্গে এসেছি টাকা আদায়ের জন্য।"

ABOUT THE AUTHOR

...view details