পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

MGNREGA Scam : জেসিবি দিয়ে মাঠ কেটে পুকুর, একশো দিনের কাজের টাকা আত্মসাতের অভিযোগ ইলামবাজারে - MGNREGA Scam in Illambazar

একশো দিনের কাজের টাকা আত্মসাৎ করতে রাতারাতি জেসিবি দিয়ে মাঠ কেটে পুকুর বানানোর অভিযোগ । ইলামবাজারের লেলেগড়ে জেসিবি দিয়ে চলছিল পুকুর খননের কাজ । একশো দিনের কাজের (MGNREGA Scam in Illambazar) এই দুর্নীতির অভিযোগ ইতিমধ্যেই জমা পড়েছে ইলামবাজারের বিডিও-র কাছে ৷

Birbhum MGNREGA Scam
একশো দিনের কাজের টাকা আত্মসাতের অভিযোগ ইলামবাজারে

By

Published : May 25, 2022, 1:31 PM IST

ইলামবাজার, 25 মে : ভূমি ও ভূমি সংস্কার দফতরের রেকর্ডে একটি মাঠ রয়েছে । অভিযোগ, একশো দিনের কাজের নামে সেই মাঠ কেটে পুকুর নির্মাণ চলছে ৷ তাও আবার জেসিবি মেশিন দিয়ে চলছে পুকুর খননের কাজ, শ্রমিকদের নিয়োগ করে নয় ৷ একশো দিনের কাজের (MGNREGA Scam in Illambazar) টাকা আত্মসাৎ করতেই রাতারাতি জেসিবি দিয়ে মাঠ কেটে চলছে পুকুর খনন বলে অভিযোগ।

মনরেগা প্রকল্পের সরকারি বোর্ডও লাগিয়ে দেওয়া হয়েছে

এমনকি অর্ধ খনন হওয়া পুকুরের পাড়ে মহাত্মা গান্ধি জাতীয় গ্রামীণ কর্মনিশ্চয়তা প্রকল্পের সরকারি বোর্ডও লাগিয়ে দেওয়া হয়েছে ৷ স্বাভাবিকভাবেই সরকারি একশো দিনের কাজ থেকে বঞ্চিত হচ্ছেন ওই এলাকার মানুষজন । এই দুর্নীতির অভিযোগ ইতিমধ্যেই জমা পড়েছে ইলামবাজারের বিডিও (BDO) জসিমউদ্দিন মণ্ডলের কাছে ৷

একশো দিনের কাজের টাকা আত্মসাৎ করতে রাতারাতি জেসিবি দিয়ে মাঠ কেটে পুকুর বানানোর অভিযোগ

আরও পড়ুন :Anupam's RTI on Anubrata : অনুব্রতর চিকিৎসার তথ্য জানতে আরটিআই অনুপমে

গ্রামবাসীরা বলেন, "আমরা কোনও কাজ পাচ্ছি না ৷ আর জেসিবি মেশিন দিয়ে মাঠ কেটে পুকুর করা হচ্ছে একশো দিনের কাজের নামে । এটা পুকুর চুরি ।" ইলামবাজার পঞ্চায়েত সমিতির সভাপতি জাফারুল ইসলাম বলেন, "বিডিও-র কাছে এক ব্যক্তি অভিযোগ করেছে ৷ সেই মতো তদন্ত করে দেখা হচ্ছে ৷ তদন্তে কী উঠে আসছে দেখি, তারপর ব্যবস্থা নেওয়া হবে ।"

ABOUT THE AUTHOR

...view details