পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Purna Das Baul : 'বাউল সম্রাট' পূর্ণদাস বাউলের জমি দখলের অভিযোগ ইলামবাজারে - ইলামবাজার

ইলামবাজার থানার কামারপাড়ায় রাস্তার ধারে ৪ বিঘা জমি রয়েছে পূর্ণদাস বাউলের ৷ শুক্রবার নিজে তাঁর দখল হয়ে যাওয়া জমি দেখতে আসেন বাউল সম্রাট ৷

Purna Das Baul
'বাউল সম্রাট' পূর্ণদাস বাউলের জমি জবর দখলের অভিযোগ ইলামবাজারে

By

Published : Oct 22, 2021, 4:45 PM IST

ইলামবাজার, ২২ অক্টোবর : রাজ্যে জমি মাফিয়াদের দৌরাত্মের অভিযোগ নতুন নয় ৷ এবার বীরভূমের ইলামবাজারে খোদ বাউল সম্রাট পূর্ণদাস বাউলের জমি জবর দখলের অভিযোগ উঠল ৷ বর্ষীয়ান এই শিল্পী নিজেই এই অভিযোগ করেছেন ৷ জানা গিয়েছে, জমি মাফিয়াদের দৌরাত্মে ২০০৬ সাল থেকে একটু একটু করে দখল হয়ে যাচ্ছে প্রখ্যাত এই বাউল শিল্পীর প্রায় 4 বিঘা জমি ৷ এই মর্মে শিল্পী নিজেই জেলাশাসক, মহকুমা শাসক, ভূমি ও ভূমি সংস্কার আধিকারিকের কাছে অভিযোগ করেছেন৷ কিন্তু শিল্পীর ক্ষোভ, তাতেও কোন ফল হয়নি ৷

ইলামবাজার থানার কামারপাড়ায় রাস্তার ধারে ৪ বিঘা জমি রয়েছে পূর্ণদাস বাউলের ৷ শুক্রবার নিজে তাঁর দখল হয়ে যাওয়া জমি দেখতে আসেন বাউল সম্রাট ৷ খবর পেয়ে তড়িঘড়ি এলাকায় যান ব্লক ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক ও ইলামবাজার থানার পুলিশ। শিল্পী ও তাঁর ছেলের সঙ্গে কথা বলেন আধিকারিকেরা ৷ নিজের জমি ফেরৎ পেতে প্রয়োজনে তিনি মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হবেন বলেও জানিয়েছেন শিল্পী ৷

'বাউল সম্রাট' পূর্ণদাস বাউলের জমি জবর দখলের অভিযোগ ইলামবাজারে

আরও পড়ুন : Monsoon West Bengal : শনিবার পুরোপুরি বিদায় বর্ষার, অপেক্ষা শুরু শীতের

অভিযোগ, গত প্রায় এক দশক ধরে জমি মাফিয়াদের দৌরাত্ম বেড়েছে বোলপুর, শান্তিনিকেতন, ইলামবাজার জুড়ে৷ কোপাই, অজয় নদের বক্ষ পর্যন্ত দখল হয়ে যাচ্ছে ৷ অভিযোগ, ভুয়ো কাজপত্র বানিয়ে জমি মাফিয়ারা প্রখ্যাত এই বাউল শিল্পীর জমি বিক্রি করে দিচ্ছে। জমির বিক্ষিপ্ত অংশ জুড়ে কোথাও কংক্রিটের দোকান ঘর, কোথাও কংক্রিটের নির্মাণ হচ্ছে৷ জমি ফিরে পেতে ইতিমধ্যেই বীরভূম জেলা শাসক, বোলপুর মহকুমা শাসক, ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক, ইলামবাজার থানায় লিখিত অভিযোগ করেছেন পূর্ণদাস বাউলের ছেলে দিব্যেন্দু দাস বাউল। কিন্তু, কোন ফল হয়নি বলে অভিযোগ।

88 বছর বয়সি পূর্ণদাস বাউল গোটা ঘটনায় অত্যন্ত দুঃখ পেয়েছেন ৷ তাঁর কথায়,"আমার জমি আমি তিন ছেলের নামে লিখে দিয়েছি৷ এখন সব দখল হয়ে যাচ্ছে৷ একজন বাউলের জমি দখল হয়ে যাচ্ছে। এটা ভাবা যায় না৷ বাউলদের মানুষ জমি দান করে আশ্রম বানানোর জন্য ৷ কিন্তু, এখানে দখল হয়ে যাচ্ছে ৷ এর থেকে দুঃখের কিছু নেই।"

ABOUT THE AUTHOR

...view details