ইলামবাজার, 5 জুলাই : কোপাইয়ের পর অজয় (Ajay River) ৷ অজয় নদের তীরবর্তী এলাকাও দখল হয়ে যাওয়ার অভিযোগ উঠল জমি মাফিয়াদের বিরুদ্ধে । তাই এবার নদী বাঁচাতে পথে নামলেন নাট্যকর্মীরা । অজয় নদের তীরে নাটকের মধ্য দিয়ে প্রতিবাদ জানাচ্ছে বীরভূমের একটি নাট্য সংস্থা । এভাবেই নদ সংলগ্ন দখলীকৃত জমি পুনরুদ্ধারের জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণের চেষ্টা চালাচ্ছে তারা ৷ প্রতিবাদ নাটকে অংশ নিচ্ছেন স্থানীয় আদিবাসী মানুষজনও ৷
কোপাই নদীর (Kopai River) পাড় দখল হয়ে যাওয়ার অভিযোগ উঠেছে আগেই ৷ সেখানে শুধু নদীর পাড়ই নয়, মজে যাওয়া নদীই চুরির অভিযোগ উঠেছে কোথাও কোথাও ৷ কাঁটাতার দিয়ে অথবা পিলার পুঁতে দখল হয়ে যাচ্ছে কোপাইয়ের বিভিন্ন জায়গা ৷ ইটিভি ভারত সেই সংক্রান্ত একাধিক খবর প্রকাশ করেছে ৷ দেখা যাচ্ছে, কোপাইয়ের মতো একই অবস্থা অজয়েরও ৷ দেখা যাচ্ছে, ইলামবাজার লাগোয়া দ্বারন্দা, শ্রীচন্দ্রপুর এবং পাশ্ববর্তী এলাকায় অজয় নদের তীরেও কোপাইয়ের মতো একই কায়দায় পিলার পোঁতা রয়েছে ৷ অভিযোগ উঠেছে, রিসর্ট, ফ্ল্যাট, রেস্তোরাঁ, কফি হাউজ প্রভৃতি বানানোর জন্য দখল করে নেওয়া হচ্ছে অজয় নদের তীর । শান্তিনিকেতনের পর্যটন শিল্পকে কেন্দ্র করে এইসব গড়ে ওঠার একটা প্রবণতা ইদানীং লক্ষ করা যাচ্ছে ৷ তার জেরেই কোপাই ও অজয়ের তীর বিক্রি হয়ে যাচ্ছে জমি মাফিয়াদের দৌরাত্ম্যে ৷
শান্তিনিকেতনের (Santiniketan) ঐতিহ্য কোপাই নদী । কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের (Rabindranath Tagore) একাধিক লেখনীতে পাওয়া যায় এই নদীর কথা ৷ জমি মাফিয়াদের দৌরাত্ম্যে ও প্রভাবশালী তৃণমূল নেতা-মন্ত্রীদের মদতে বিক্রি হয়ে যাচ্ছে সেই কোপাইয়েরই বিভিন্ন অংশ ৷ এমনই গুরুতর অভিযোগ তুলেছেন স্থানীয় মানুষজন । ইটিভি ভারতে এই খবর প্রকাশের পরই নড়েচড়ে বসে প্রশাসন । নদীর জমি পুনরুদ্ধারের জন্য তৎপরতা শুরু হয়েছে ৷ নদীর পাড় পরিদর্শন করেন প্রশাসনের কর্তারা ।