পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Ajay River : কোপাইয়ের পর অজয়েও জমি মাফিয়াদের দৌরাত্ম্য, প্রতিবাদ নাট্যকর্মীদের

দখল হয়ে যাচ্ছে কোপাই নদী (Kopai River) ৷ তার খবর ইটিভি ভারত প্রকাশ করে ৷ এবার দেখা যাচ্ছে অজয় নদেরও (Ajay River) একই অবস্থা ৷ বীরভূমের ইলামবাজার লাগোয়া দ্বারন্দা, শ্রীচন্দ্রপুর এবং পাশ্ববর্তী এলাকায় অজয়ের পাড়ে পিলার পুঁতে চলছে দখল ৷ নাটকের মাধ্যমে তারই প্রতিবাদে নেমেছে বীরভূম ব্লসম থিয়েটার ৷ আদিবাসী মানুষজনকে সঙ্গে নিয়ে নদের পাড়েই নাটক পরিবেশন করেছেন তাঁরা ৷

অজয় নদ
কোপাইয়ের মতো দখল হয়ে যাচ্ছে অজয় নদও ৷

By

Published : Jul 5, 2021, 4:56 PM IST

ইলামবাজার, 5 জুলাই : কোপাইয়ের পর অজয় (Ajay River) ৷ অজয় নদের তীরবর্তী এলাকাও দখল হয়ে যাওয়ার অভিযোগ উঠল জমি মাফিয়াদের বিরুদ্ধে । তাই এবার নদী বাঁচাতে পথে নামলেন নাট্যকর্মীরা । অজয় নদের তীরে নাটকের মধ্য দিয়ে প্রতিবাদ জানাচ্ছে বীরভূমের একটি নাট্য সংস্থা । এভাবেই নদ সংলগ্ন দখলীকৃত জমি পুনরুদ্ধারের জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণের চেষ্টা চালাচ্ছে তারা ৷ প্রতিবাদ নাটকে অংশ নিচ্ছেন স্থানীয় আদিবাসী মানুষজনও ৷

অজয় দখলের প্রতিবাদে নাটকে অংশগ্রহণ করছেন আদিবাসীরাও ৷

কোপাই নদীর (Kopai River) পাড় দখল হয়ে যাওয়ার অভিযোগ উঠেছে আগেই ৷ সেখানে শুধু নদীর পাড়ই নয়, মজে যাওয়া নদীই চুরির অভিযোগ উঠেছে কোথাও কোথাও ৷ কাঁটাতার দিয়ে অথবা পিলার পুঁতে দখল হয়ে যাচ্ছে কোপাইয়ের বিভিন্ন জায়গা ৷ ইটিভি ভারত সেই সংক্রান্ত একাধিক খবর প্রকাশ করেছে ৷ দেখা যাচ্ছে, কোপাইয়ের মতো একই অবস্থা অজয়েরও ৷ দেখা যাচ্ছে, ইলামবাজার লাগোয়া দ্বারন্দা, শ্রীচন্দ্রপুর এবং পাশ্ববর্তী এলাকায় অজয় নদের তীরেও কোপাইয়ের মতো একই কায়দায় পিলার পোঁতা রয়েছে ৷ অভিযোগ উঠেছে, রিসর্ট, ফ্ল্যাট, রেস্তোরাঁ, কফি হাউজ প্রভৃতি বানানোর জন্য দখল করে নেওয়া হচ্ছে অজয় নদের তীর । শান্তিনিকেতনের পর্যটন শিল্পকে কেন্দ্র করে এইসব গড়ে ওঠার একটা প্রবণতা ইদানীং লক্ষ করা যাচ্ছে ৷ তার জেরেই কোপাই ও অজয়ের তীর বিক্রি হয়ে যাচ্ছে জমি মাফিয়াদের দৌরাত্ম্যে ৷

অজয় নদের তীর দখলের বিষয়টি প্রশাসনের দৃষ্টিগোচর করতে বীরভূমে তৎপর হয়েছেন নাট্যকর্মীরা ৷

শান্তিনিকেতনের (Santiniketan) ঐতিহ্য কোপাই নদী । কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের (Rabindranath Tagore) একাধিক লেখনীতে পাওয়া যায় এই নদীর কথা ৷ জমি মাফিয়াদের দৌরাত্ম্যে ও প্রভাবশালী তৃণমূল নেতা-মন্ত্রীদের মদতে বিক্রি হয়ে যাচ্ছে সেই কোপাইয়েরই বিভিন্ন অংশ ৷ এমনই গুরুতর অভিযোগ তুলেছেন স্থানীয় মানুষজন । ইটিভি ভারতে এই খবর প্রকাশের পরই নড়েচড়ে বসে প্রশাসন । নদীর জমি পুনরুদ্ধারের জন্য তৎপরতা শুরু হয়েছে ৷ নদীর পাড় পরিদর্শন করেন প্রশাসনের কর্তারা ।

আরও পড়ুন : নদীবক্ষে পিলার, জমি হারাচ্ছে কোপাই

অজয় নদ বাঁচাতে এবার প্রতিবাদে নামলেন নাট্যকর্মীরা । এদিন অজয় নদীর তীরে 'বীরভূম ব্লসম থিয়েটার'-এর নাট্যকর্মীরা 'নদী মানে শুধু জল নয়' শীর্ষক নাটক প্রদর্শন করেন ৷ নাটকের মধ্য দিয়ে দেখানো হয় নদীর পাড়ে কীভাবে কংক্রিটের জঙ্গল গজিয়ে উঠছে ৷ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করার জন্য এদিন স্থানীয় আদিবাসী মহিলা-পুরুষদের নিয়ে নাটকটি প্রদর্শন করল বীরভূম ব্লসম থিয়েটার ।

জমি দখলের প্রতিবাদে নাট্যকর্মীরা ৷

নাটকের নির্দেশক পার্থ গুপ্ত বলেন, "কোপাই নদী-অজয় নদের পাড়, নদীগর্ভ দখল হয়ে যাচ্ছে । নদীর নিজস্ব গতিপথেও বাধা দেওয়া হচ্ছে । প্রকৃতি তার রূপ হারাচ্ছে । আমরা নাটকের মধ্য দিয়ে এর প্রতিবাদ করলাম । আগামী দিনেও এভাবেই প্রতিবাদ করে যাব । প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করার জন্য আমাদের এই প্রদর্শন । এভাবে প্রতিবাদ করা ছাড়া আর কী-ই বা আমরা করতে পারি ।"

আরও পড়ুন : কোপাই লুট খতিয়ে দেখতে মাঠে সরকারি আধিকারিকরা

ABOUT THE AUTHOR

...view details