পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

নানুরে দলীয় কর্মী খুনের ঘটনায় থানা ঘেরাও, বিক্ষোভ BJP-র - agitation of BJP workers and supporters at Nanur Police Station in Birbhum

নানুর থানার সামনে অবস্থান BJP কর্মী-সমর্থকদের ৷ তৃণমূল পরিচালিত জেলা পরিষদের পূর্ত কর্মাধক্ষ্য কেরিম খানকে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ দেখান তাঁরা ৷

বিক্ষোভ

By

Published : Sep 9, 2019, 4:47 PM IST

নানুর, 9 সেপ্টেম্বর : নানুরে দলীয় কর্মী খুনের ঘটনায় থানা ঘেরাও করে বিক্ষোভ দেখালেন BJP কর্মী-সমর্থকরা ৷ তাঁদের দাবি, তৃণমূল পরিচালিত জেলা পরিষদের পূর্ত কর্মাধক্ষ্য কেরিম খানকে গ্রেপ্তার করতে হবে ৷ এদিকে তৃণমূল-BJP-র মধ্যে সংঘর্ষের ঘটনায় উভয়পক্ষের 17 জনকে গ্রেপ্তার করেছে নানুর থানার পুলিশ ৷

আরও পড়ুন : নানুরে তৃণমূল-BJP সংঘর্ষ

6 সেপ্টেম্বর দলীয় পতাকা লাগানোকে কেন্দ্র করে নানুরের রামকৃষ্ণপুরে তৃণমূল ও BJP কর্মীদের মধ্যে প্রথমে বচসা বাধে ৷ তারপর শুরু হয় সংঘর্ষ । চলে বোমাবাজি ৷ গুলিবিদ্ধ হন স্থানীয় BJP কর্মী স্বরূপ গড়াই ৷ গুরুতর জখম অবস্থায় প্রথমে বোলপুর মহকুমা হাসপাতালে ভরতি করা হয় ৷ পরে অবস্থার অবনতি হওয়ায় বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয় তাঁকে ৷ সেখান থেকে তাঁকে কলকাতায় রেফার করেন চিকিৎসকরা ৷ গতকাল সন্ধ্যায় তাঁর মৃত্যু হয় ৷

আজ সকাল থেকে নানুর থানা ঘেরাও করে বিক্ষোভ দেখান BJP কর্মী-সমর্থকরা । সিউড়িতে জেলা শাসকের দপ্তরের সামনেও অবস্থানে বসেন তাঁরা ।

ABOUT THE AUTHOR

...view details