পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

"শিল্প না হলে জমি ফেরান", মুখ্যমন্ত্রীর ঘোষিত প্রকল্পের কাজ বন্ধ ! - bolpur

"শিল্প হলে জমি দেব, না হলে জমি ফিরিয়ে দেওয়া হোক ।" এই দাবিতে আন্দোলন করলেন চাষিরা । পুলিশের সামনেই বিক্ষোভ দেখিয়ে মুখ্যমন্ত্রীর ঘোষিত গীতবিতান আবাসন প্রকল্প নির্মাণ কাজ বন্ধ করে দেন তাঁরা ।

পুলিশের সঙ্গে বচসা চাষিদের

By

Published : Jun 19, 2019, 3:29 PM IST

Updated : Jun 19, 2019, 3:34 PM IST

বোলপুর, 19 জুন : বোলপুরের শিবপুর মৌজায় শিল্পের নামে অধিগৃহীত জমিতে আবাসন প্রকল্প নির্মাণ হওয়ায় আজ কাজ বন্ধ করে দিল অনিচ্ছুক জমিদাতা চাষিরা । পুলিশের সামনে বিক্ষোভ দেখিয়ে মুখ্যমন্ত্রীর ঘোষিত গীতবিতান আবাসন প্রকল্প নির্মাণ কাজ বন্ধ করে দেওয়া হল । বোলপুর থানার IC-র সঙ্গে বচসা বাধে চাষিদের । পরে SDPO এসে পরিস্থিতি সামাল দেন । চাষিদের দাবি, "শিল্প হলে জমি দেব, না হলে জমি ফিরিয়ে দেওয়া হোক ।" অন্যদিকে, তৃণমূলের তরফে কলেজ পড়ুয়ারা গিয়ে বিশ্ববাংলা বিশ্ববিদ্যালয় চেয়ে মিছিল করে এলাকায়।

বাম আমলে শিল্পের নামে বোলপুরের শিবপুর মৌজায় প্রায় 300 একর চাষজমি অধিগ্রহণ করা হয়েছিল । কিন্তু, দীর্ঘদিন সেখানে কোনও শিল্প হয়নি । রাজ্যে পালাবদলের পরপরই তৎকালীন শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এখানে কেমিকেল হাব করার কথা ঘোষণা করেন । পরে সেই সিদ্ধান্ত বদল করে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় ঘোষণা করেন, এই জমিতে গীতবিতান আবাসন প্রকল্প তৈরি হবে । তাতেই বেঁকে বসেন চাষিদের একাংশ । শিল্প না হলে জমি ফিরিয়ে দেওয়া হোক, এই দাবিতে মহকুমাশাসক, জেলাশাসক থেকে শুরু করে মুখ্যমন্ত্রীকেও চিঠি পাঠানো হয় । কিন্তু, কোনও ফল হয়নি । যথারীতি অধিগৃহীত জমিতে আবাসন প্রকল্প নির্মাণ কাজ চলছে ।

দেখুন ভিডিয়ো

গতকাল শিবপুর এলাকাজুড়ে একাধিক পোস্টার দেখা যায়। শিবপুর জমিহারা কৃষক সংগ্রাম মঞ্চের নামে পোস্টার দেওয়া হয় । আজ স্লোগান দিয়ে মিছিল করে নির্মীয়মাণ গীতবিতান আবাসন প্রকল্পের কাছে জমায়েত হন অনিচ্ছুক জমিদাতা চাষিরা । পুলিশের সামনেই বিক্ষোভ দেখিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষিত আবাসন প্রকল্প নির্মাণের কাজ বন্ধ করে দেওয়া হয় । ঘটনাস্থানে আগে থেকেই বোলপুর থানার IC সঞ্জীব চক্রবর্তীর নেতৃত্বে পুলিশ মোতায়েন ছিল । পুলিশের সঙ্গে রীতিমতো বচসা বাধে চাষিদের । পরে SDPO (বোলপুর) অভিষেক রায় এসে পরিস্থিতি সামাল দেন । চাষিদের অভিযোগ, শিল্পের জন্য জমি দিয়েছেন তাঁরা । সেই জমিতে আবাসন প্রকল্প নির্মাণ করছে রাজ্য সরকার । শিল্প না হলে তাঁদের চাষের জমি সিঙ্গুরের মতো ফিরিয়ে দেওয়া হোক ।

অন্যদিকে বোলপুর, ইলামবাজার, পূর্ণিদেবী কলেজ থেকে তৃণমূল ছাত্র পরিষদ সমর্থিত পড়ুয়ারা বিশ্ববাংলা বিশ্ববিদ্যালয়ের দাবিতে এলাকায় গিয়ে মিছিল করে ।

Last Updated : Jun 19, 2019, 3:34 PM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details