বোলপুর, 19 জুন : বোলপুরের শিবপুর মৌজায় শিল্পের নামে অধিগৃহীত জমিতে আবাসন প্রকল্প নির্মাণ হওয়ায় আজ কাজ বন্ধ করে দিল অনিচ্ছুক জমিদাতা চাষিরা । পুলিশের সামনে বিক্ষোভ দেখিয়ে মুখ্যমন্ত্রীর ঘোষিত গীতবিতান আবাসন প্রকল্প নির্মাণ কাজ বন্ধ করে দেওয়া হল । বোলপুর থানার IC-র সঙ্গে বচসা বাধে চাষিদের । পরে SDPO এসে পরিস্থিতি সামাল দেন । চাষিদের দাবি, "শিল্প হলে জমি দেব, না হলে জমি ফিরিয়ে দেওয়া হোক ।" অন্যদিকে, তৃণমূলের তরফে কলেজ পড়ুয়ারা গিয়ে বিশ্ববাংলা বিশ্ববিদ্যালয় চেয়ে মিছিল করে এলাকায়।
বাম আমলে শিল্পের নামে বোলপুরের শিবপুর মৌজায় প্রায় 300 একর চাষজমি অধিগ্রহণ করা হয়েছিল । কিন্তু, দীর্ঘদিন সেখানে কোনও শিল্প হয়নি । রাজ্যে পালাবদলের পরপরই তৎকালীন শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এখানে কেমিকেল হাব করার কথা ঘোষণা করেন । পরে সেই সিদ্ধান্ত বদল করে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় ঘোষণা করেন, এই জমিতে গীতবিতান আবাসন প্রকল্প তৈরি হবে । তাতেই বেঁকে বসেন চাষিদের একাংশ । শিল্প না হলে জমি ফিরিয়ে দেওয়া হোক, এই দাবিতে মহকুমাশাসক, জেলাশাসক থেকে শুরু করে মুখ্যমন্ত্রীকেও চিঠি পাঠানো হয় । কিন্তু, কোনও ফল হয়নি । যথারীতি অধিগৃহীত জমিতে আবাসন প্রকল্প নির্মাণ কাজ চলছে ।