শান্তিনিকেতন, 22 এপ্রিল : রাতভর বাসভবনে ঘেরাও রইলেন বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী (Agitation at Visva Bharati University) । নিহত দ্বাদশ শ্রেণির ছাত্রের পরিজন উপাচার্যের বাড়ির সামনে শুয়ে বিক্ষোভ দেখান ৷ তাঁদের অভিযোগ, ছাত্রের মৃত্যুর পর থেকে কর্তৃপক্ষ এখনও পর্যন্ত কোনও তদন্ত কমিটি তৈরি করেনি ৷ এমনকি, পরিবারকে কোনও সহযোগিতাও করছে না বিশ্বভারতী কর্তৃপক্ষ ।
বৃহস্পতিবার বিশ্বভারতীর পাঠভবনের দ্বাদশ শ্রেণির ছাত্র অসীম দাসের উত্তর শিক্ষা ছাত্রাবাসে অস্বাভাবিক মৃত্যু হয় ৷ এই ঘটনায় উত্তাল হয়ে ওঠে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় । ছাত্রের পরিবারের তরফে শান্তিনিকেতন থানায় খুনের অভিযোগ দায়ের করা হয়েছে ৷
মৃত ছাত্রের পরিবারের অভিযোগ, ঘটনায় বিশ্বভারতী কর্তৃপক্ষ এখনও পর্যন্ত কোনও তদন্ত কমিটি গঠন করেনি ৷ শুধু তাই নয়, মৃত ছাত্রের পরিবারের সঙ্গে দেখা করেনি কর্তৃপক্ষ । কীভাবে মৃত্যু হল তাও জানানো হয়নি ৷ এই সকল অভিযোগে রাতভর বাসভবনে ঘেরাও করা হয় উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীকে ৷ মৃত ছাত্রের পরিবারের মহিলারা বাসভবনের সামনে শুয়ে বিক্ষোভ দেখান ৷
বিশ্বভারতীয় উপাচার্যের বাসগৃহের সামনে মাটিতে শুয়ে বিক্ষোভ দেখান মৃত ছাত্রের পরিজন অসীমের বাবা বলেন, "উপাচার্য বা কর্তৃপক্ষের কেউ আমাদের সঙ্গে কোনও কথা বলছেন না ৷ কীভাবে আমার ছেলের মৃত্যু হল জানাচ্ছে না ৷ আমার ছেলেকে খুন করা হয়েছে ।"
আরও পড়ুন : Visva Bharati Student Death : "ছেলেকে খুন করা হয়েছে", বিশ্বভারতীর হাসপাতালে বিক্ষোভ মৃত ছাত্রের পরিজনদের