পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

পৌষমেলার দাবিতে গেটের তালা ভেঙে কেন্দ্রীয় কার্যালয়ে বিক্ষোভ, উত্তপ্ত বিশ্বভারতী

Agitation demanding Poush mela: পৌষমেলার দাবিতে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ দেখাল বাংলা সংস্কৃতি মঞ্চ ও ব্যবসায়ী সমিতি ৷

Agitation demanding Poush mela
পৌষমেলার দাবিতে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ

By ETV Bharat Bangla Team

Published : Dec 5, 2023, 2:12 PM IST

Updated : Dec 5, 2023, 3:57 PM IST

পৌষমেলার দাবিতে বিক্ষোভ

বোলপুর, 5 ডিসেম্বর: পৌষমেলার দাবিতে বিশ্বভারতীতে বিক্ষোভ বাংলা সংস্কৃতি মঞ্চ ও ব্যবসায়ী সমিতির ৷ মঙ্গলবার বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় কার্যালয়ে সামনের বলাকা গেট ভেঙে ভেতরে ঢুকে চলে বিক্ষোভ । যদিও, কার্যালয়ে ছিলেন না ভারপ্রাপ্ত উপাচার্য ও কর্মসচিব । প্রসঙ্গত, বিশ্বভারতী কর্তৃপক্ষ ও শান্তিনিকেতন ট্রাস্ট যৌথ ভাবে প্রেস বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দিয়েছিল এ বারও হচ্ছে না ঐতিহ্যবাহী পৌষমেলা ।

2019 সালে শেষবার শান্তিনিকেতনে হয়েছিল ঐতিহ্যবাহী পৌষমেলা । 2020 সালে কোভিড পরিস্থিতির জন্য বন্ধ ছিল মেলা ৷ কিন্তু, পরবর্তীতে অর্থাৎ 2021 ও 2022 সালে উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী পৌষমেলা বন্ধ করে দেন ৷ যা নিয়ে বিক্ষোভ হয় শান্তিনিকেতন জুড়ে ৷ আট নভেম্বর উপাচার্য হিসাবে মেয়াদ শেষ হয়েছে বিদ্যুৎ চক্রবর্তীর । নতুন ভারপ্রাপ্ত উপাচার্য হয়েছেন সঞ্জয়কুমার মল্লিক । তাই এ বার বোলপুর-শান্তিনিকেতনবাসী আশা করেছিলেন যে, এ বার হয়তো পৌষমেলা হবে ৷ কিন্তু, মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের প্রতিষ্ঠিত শান্তিনিকেতন ট্রাস্ট ও বিশ্বভারতী কর্তৃপক্ষ বৈঠক করে যৌথ প্রেস বিজ্ঞপ্তি দিয়ে মেলা বাতিল করে দেয় ।

যা নিয়ে ক্ষোভে ফেটে পড়েন সকলে ৷ মঙ্গলবার বিশ্বভারতীর কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখায় বাংলা সংস্কৃতি মঞ্চ ও বোলপুর ব্যবসায়ী সমিতি । কেন্দ্রীয় কার্যালয়ে প্রবেশের বলাকা গেট ভেঙে ভেতরে ঢুকে পড়েন বিক্ষোভকারীরা ৷ পরে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে চলে বিক্ষোভ । যদিও, সেই সময় দফতরে ছিলেন না ভারপ্রাপ্ত উপাচার্য ও ভারপ্রাপ্ত কর্মসচিব-সহ অন্যান্য আধিকারিকেরা ৷ পৌষমেলা করতে হবে এই দাবিতে চলে বিক্ষোভ । উত্তপ্ত হয়ে ওঠে বিশ্বভারতী চত্বর ।

বাংলা সংস্কৃতি মঞ্চের পক্ষ থেকে সাবিনা ইয়াসমিন এ দিন বলেন, "পৌষমেলা করতে হবে ৷ কেন বন্ধ করা হল মেলা ৷ আমাদের সঙ্গে কেন উপাচার্য কথা বলছেন না । এই মেলা আমাদের সবার আবেগ । ইচ্ছাকৃত ভাবে বন্ধ করা হচ্ছে ঐতিহ্যবাহী পৌষমেলা ।"

আরও পড়ুন:

  1. এবারও হচ্ছে না পৌষমেলা, বিজ্ঞপ্তি দিয়ে জানাল বিশ্বভারতী ও শান্তিনিকেতন ট্রাস্ট
  2. 3 বছর পর শান্তিনিকেতনের পূর্বপল্লীর মাঠেই ফিরছে পৌষমেলা, তবে ছোট হবে পরিধি
  3. কবিগুরুকে চূড়ান্ত অপমান ! বিকল্প পৌষমেলার অতিথি তালিকা নিয়ে তৃণমূলকে বিঁধলেন অনুপম
Last Updated : Dec 5, 2023, 3:57 PM IST

ABOUT THE AUTHOR

...view details