বোলপুর, 5 ডিসেম্বর: পৌষমেলার দাবিতে বিশ্বভারতীতে বিক্ষোভ বাংলা সংস্কৃতি মঞ্চ ও ব্যবসায়ী সমিতির ৷ মঙ্গলবার বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় কার্যালয়ে সামনের বলাকা গেট ভেঙে ভেতরে ঢুকে চলে বিক্ষোভ । যদিও, কার্যালয়ে ছিলেন না ভারপ্রাপ্ত উপাচার্য ও কর্মসচিব । প্রসঙ্গত, বিশ্বভারতী কর্তৃপক্ষ ও শান্তিনিকেতন ট্রাস্ট যৌথ ভাবে প্রেস বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দিয়েছিল এ বারও হচ্ছে না ঐতিহ্যবাহী পৌষমেলা ।
2019 সালে শেষবার শান্তিনিকেতনে হয়েছিল ঐতিহ্যবাহী পৌষমেলা । 2020 সালে কোভিড পরিস্থিতির জন্য বন্ধ ছিল মেলা ৷ কিন্তু, পরবর্তীতে অর্থাৎ 2021 ও 2022 সালে উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী পৌষমেলা বন্ধ করে দেন ৷ যা নিয়ে বিক্ষোভ হয় শান্তিনিকেতন জুড়ে ৷ আট নভেম্বর উপাচার্য হিসাবে মেয়াদ শেষ হয়েছে বিদ্যুৎ চক্রবর্তীর । নতুন ভারপ্রাপ্ত উপাচার্য হয়েছেন সঞ্জয়কুমার মল্লিক । তাই এ বার বোলপুর-শান্তিনিকেতনবাসী আশা করেছিলেন যে, এ বার হয়তো পৌষমেলা হবে ৷ কিন্তু, মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের প্রতিষ্ঠিত শান্তিনিকেতন ট্রাস্ট ও বিশ্বভারতী কর্তৃপক্ষ বৈঠক করে যৌথ প্রেস বিজ্ঞপ্তি দিয়ে মেলা বাতিল করে দেয় ।