পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Visva-Bharati University : শিক্ষক দিবসে উপাচার্যকে ফুলের তোড়া পাঠিয়ে শ্রদ্ধা আন্দোলনরত পড়ুয়াদের

উপাচার্যের বিরুদ্ধে আন্দোলন চললেও শিক্ষক দিবসে তাঁকে শ্রদ্ধা জানাতে ভোলেননি শান্তনিকেতনের অবস্থানরত শিক্ষার্থীরা ৷ আজ তাঁর বাড়ির দরজায় ফুলের তোড়া, পোস্টার রেখে তাঁকে সম্মান জানালেন বিক্ষুব্ধ পড়ুয়ারা ৷ পাশাপাশি পোস্টারে আবেদন, পড়ুয়াদের শিক্ষার অধিকার ফিরিয়ে দিন ৷

শিক্ষক দিবসে উপাচার্যকে শ্রদ্ধা জানাল ছাত্রছাত্রীরা
শিক্ষক দিবসে উপাচার্যকে শ্রদ্ধা জানাল ছাত্রছাত্রীরা

By

Published : Sep 5, 2021, 12:54 PM IST

Updated : Sep 5, 2021, 2:26 PM IST

শান্তিনিকেতন, 5 সেপ্টেম্বর : গলায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের "আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে/নইলে মোদের রাজার সনে মিলব কী স্বত্বে?" ৷ হাতে ফুলের তোড়া, পোস্টার ৷ বিক্ষোভ, অবস্থান চলছে ৷ তার মধ্যে আজ "শিক্ষক দিবস" ৷ তাই যাঁর বিরুদ্ধে আন্দোলন, সেই উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীকে এই দিনে শ্রদ্ধা জানাতে আজ সকালে অবস্থান মঞ্চ থেকে এই গান গেয়ে তাঁর বাড়িতে পৌঁছালেন পড়ুয়ারা ৷ তাঁদের কারও হাতে ফুলের তোড়া, কারও হাতে পোস্টার ৷ পোস্টারে লেখা "উপাচার্য মহাশয়ের কাছে আবেদন, তিনটি ছাত্রজীবনকে শিক্ষার অধিকার থেকে বঞ্চিত করবেন না ৷"

উপাচার্যের বাড়ি পৌঁছালেও তাঁর হাতে তুলে দেওয়া গেল না আর্জি জানানো পোস্টার আর ফুলের তোড়া ৷ তাঁর বাড়ির সামনে এখন কড়া প্রহরা ৷ তাও আজকের বিশেষ দিন উপলক্ষ্যে উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর সঙ্গে দেখা করার জন্য তাঁর বাড়ির নিরাপত্তাক্ষীদের কাছে আবেদন জানিয়েছিলেন পড়ুয়ারা । কিন্তু সে আবেদনে সাড়া মেলেনি ৷ তাই বাসভবন পূর্বিতার লোহার গেটের সামনে ফুলের তোড়া ও পোস্টার নামিয়ে রেখে আসেন আন্দোলনকারী পড়ুয়ারা ৷ তাঁরা জানান, উপাচার্য তাঁদের শিক্ষক ৷ তাই আজ শিক্ষক দিবসে তাঁকে শ্রদ্ধা জ্ঞাপন করেছেন তাঁরা । কিন্তু দাবি না মানা পর্যন্ত আন্দোলন যেমন চলছে, তেমনই চলবে ।

প্রতিবাদ চললেও শ্রদ্ধা জানাতে রবিগুরুর গান গেয়ে উপাচার্যের বাড়ির দরজায় ফুলের তোড়া, পোস্টার রেখে দিলেন আন্দোলনরত পড়ুয়ারা

আরও পড়ুন : VisvaBharati University : বিশ্বভারতীতে আন্দোলনকারীদের সমর্থনে তৃণমূলের মিছিল, আদালতের নির্দেশ অমান্যের অভিযোগ

গত এক বছরে প্রায় 12 জন অধ্যাপক-অধ্যাপিকাকে সাসপেন্ড করেছেন বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী । এ ছাড়া বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে অর্থনীতি বিভাগের দুই ছাত্র ও সঙ্গীত ভবনের এক ছাত্রীকে ছ'মাসের জন্য সাসপেন্ড করলেও পরে সেই সাসপেনশন আরও 3 মাস বাড়ানো হয় ৷ এই সময়কালে ওই 3 পড়ুয়াকে 3 বছরের জন্য বহিষ্কার করা হয় ।

এতে ক্ষোভে ফেটে পড়েন পড়ুয়া ও অধ্যাপকদের একটি বড় অংশ । কেন্দ্রীয় কার্যালয়ে বিক্ষোভের পর 27 অগস্ট রাত থেকে শান্তিনিকেতনে উপাচার্যের বাসভবন পূর্বিতা ঘেরাও করা হয় ।তবে আদালতের নির্দেশে উপাচার্যের বাড়ি থেকে 50 মিটার দূরে অবস্থানমঞ্চ সরিয়ে নিয়ে গিয়েছে আন্দোলনকারীরা ৷ কিন্তু সেই দিন থেকে এখনও পর্যন্ত নিজের বাসভবনে বন্দি অবস্থায় রয়েছেন বিদ্যুৎ চক্রবর্তী ।

পড়ুয়াদের মধ্যে সোমনাথ সৌ বলেন, "আজ শিক্ষক দিবস, তাই আমাদের শিক্ষক উপাচার্য মহাশয়কে আমরা ফুলের তোড়া দিয়ে সম্মান জানালাম । উনি নিতে এলেন না, সেটা আলাদা বিষয় । তবে আমাদের আন্দোলন যেমন চলছে চলবে ।" তিনি জানান শিক্ষা প্রদান করা শিক্ষকদের কাজ আর ছাত্রছাত্রীদের কাজ শিক্ষা গ্রহণ করা ৷ এমনকি এটা প্রত্যেক মানুষের মৌলিক অধিকার ৷ কিন্তু এই অধিকার থেকে বঞ্চিত হয়েছেন ছাত্রছাত্রীরা ৷ তাই আজ উপাচার্য মহাশয়ের কাছে "আমাদের আবেদন, তিনি আমাদের যে মৌলিক অধিকার থেকে বঞ্চিত করছেন, তা ফিরিয়ে দিন", বললেন সোমনাথ ৷

Last Updated : Sep 5, 2021, 2:26 PM IST

ABOUT THE AUTHOR

...view details