পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বীরভূমে থমকে থাকা 'দিদিকে বলো' কর্মসূচি ফের শুরু করছে তৃণমূল - 'দিদিকে বলো' কর্মসূচির সূচনা করেন মমতা বন্দ্যোপাধ্যায়

29 জুলাই 'দিদিকে বলো' কর্মসূচির সূচনা করেন মমতা বন্দ্যোপাধ্যায় । শুরু হয় সাধারণ মানুষের বাড়ি বাড়ি গিয়ে তাঁদের অভাব অভিযোগ শোনা ৷ সময়ের সঙ্গে সঙ্গে বীরভূমে 'দিদিকে বলো' কর্মসূচিতে ভাটা পড়ে ৷ আবার মানুষের কাছে পৌঁছাতে হাল ধরেছে বীরভূম জেলা তৃণমূল নেতৃত্ব ৷

ছবি

By

Published : Oct 17, 2019, 4:38 PM IST

Updated : Oct 17, 2019, 4:50 PM IST

বোলপুর, 17 অক্টোবর : কর্মসূচির সূচনা হওয়ার পর প্রথম কয়েকদিন অতিসক্রিয়তার সঙ্গে চললেও, সময়ের সঙ্গে সঙ্গে সেই গতি কমেছে ৷ বীরভূমে 'দিদিকে বলো' কর্মসূচিতে একসময় ভাটা পড়ে যায়৷ কাজে গতি ফেরাতে, 2021-র নির্বাচনকে মাথায় রেখে আবার মানুষের কাছে পৌঁছাতে হাল ধরেছে বীরভূম জেলা তৃণমূল নেতৃত্ব ৷

29 জুলাই 'দিদিকে বলো' কর্মসূচির সূচনা করেন মমতা বন্দ্যোপাধ্যায় । শুরু হয় সাধারণ মানুষের বাড়ি বাড়ি গিয়ে তাঁদের অভাব অভিযোগ শোনা ৷ তাঁদের সঙ্গে সময় কাটানো ৷ কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে কোথাও যেন সেই তৎপরতা হারিয়ে যায় বীরভূমে ৷ কর্মসূচি বন্ধ হয়ে যাওয়ার কথা স্বীকার করে নিয়েছেন জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক সুদীপ্ত ঘোষ৷ দলীয় নেতা কর্মীদের ডেকে নতুন করে কর্মসূচি শুরু করতে আজ বৈঠকও করেছেন তিনি ৷ বৈঠকে বর্তমান পরিস্থিতির কথা স্বীকার করে নিয়ে সুদীপ্ত ঘোষ বলেন, "বলতে দ্বিধা নেই আমরা ভুল করেছি । আগে অঞ্চল সভাপতিদের চোখ দিয়ে গ্রাম দেখতাম । এখন গ্রামের মানুষের চোখ দিয়ে গ্রাম দেখব ।"

বৈঠক করছেন জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক সুদীপ্ত ঘোষ

আজ বোলপুরে তৃণমূলের দলীয় কার্যালয়ে বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুদীপ্ত ঘোষ বলেন, "অনেকের অনেক অভিযোগ আছে । আমাদের নেতা কর্মীরা সেই জায়গায় গিয়ে মানুষের কথা শোনেন না ৷ এতে দূরত্ব তৈরি হয় । অনেকে আবার এড়িয়ে চলেন । গ্রামে বুথস্তরের কর্মীরা বাড়িতে রাত কাটাবে । যেটা আমরা আগে করতাম ৷ সেই জায়গা ফিরিয়ে আনতে হবে । মানুষজনের বাড়িতে যাব ৷ কথা বলব৷ সময় কাটাব ৷ আগে অঞ্চল সভাপতিদের চোখ দিয়ে আমরা গ্রাম দেখেছি । আমরা ভুল করেছি । এবার গ্রামের মানুষদের চোখ দিয়ে গ্রাম দেখব ।"

দেখুন ভিডিয়ো

দলছুট কয়েকজন কর্মী আজ দলে ফিরে আসেন । তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেওয়া হয় ।

Last Updated : Oct 17, 2019, 4:50 PM IST

ABOUT THE AUTHOR

...view details