বোলপুর, 17 অক্টোবর : কর্মসূচির সূচনা হওয়ার পর প্রথম কয়েকদিন অতিসক্রিয়তার সঙ্গে চললেও, সময়ের সঙ্গে সঙ্গে সেই গতি কমেছে ৷ বীরভূমে 'দিদিকে বলো' কর্মসূচিতে একসময় ভাটা পড়ে যায়৷ কাজে গতি ফেরাতে, 2021-র নির্বাচনকে মাথায় রেখে আবার মানুষের কাছে পৌঁছাতে হাল ধরেছে বীরভূম জেলা তৃণমূল নেতৃত্ব ৷
29 জুলাই 'দিদিকে বলো' কর্মসূচির সূচনা করেন মমতা বন্দ্যোপাধ্যায় । শুরু হয় সাধারণ মানুষের বাড়ি বাড়ি গিয়ে তাঁদের অভাব অভিযোগ শোনা ৷ তাঁদের সঙ্গে সময় কাটানো ৷ কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে কোথাও যেন সেই তৎপরতা হারিয়ে যায় বীরভূমে ৷ কর্মসূচি বন্ধ হয়ে যাওয়ার কথা স্বীকার করে নিয়েছেন জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক সুদীপ্ত ঘোষ৷ দলীয় নেতা কর্মীদের ডেকে নতুন করে কর্মসূচি শুরু করতে আজ বৈঠকও করেছেন তিনি ৷ বৈঠকে বর্তমান পরিস্থিতির কথা স্বীকার করে নিয়ে সুদীপ্ত ঘোষ বলেন, "বলতে দ্বিধা নেই আমরা ভুল করেছি । আগে অঞ্চল সভাপতিদের চোখ দিয়ে গ্রাম দেখতাম । এখন গ্রামের মানুষের চোখ দিয়ে গ্রাম দেখব ।"