পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

মহারাষ্ট্রের দুর্ঘটনার পর সতর্ক বীরভূম পুলিশ, সড়কপথ ও রেলপথে নজরদারি - কোরোনা

কয়েকদিন আগে মহারাষ্ট্রে রেল দুর্ঘটনায় কয়েকজন শ্রমিকের মৃত্যু হয় । তারপর থেকেই সতর্ক বীরভূম জেলা প্রশাসন । কোনওরকম দুর্ঘটনা এড়াতে চলছে নজরদারি ।

migrant workers
ত্রাণ শিবির

By

Published : May 11, 2020, 7:05 PM IST

Updated : May 11, 2020, 8:22 PM IST

বীরভূম, 11 মে : পরিযায়ী শ্রমিকদের জন্য বীরভূম জেলায় পুলিশের তরফে প্রায় 50টি ত্রাণ শিবির খোলা হল। এছাড়াও রেলপথে নজরদারি চালাতে হাওড়া ডিভিশনের DRM-কে চিঠি দেওয়া হয়েছে তাদের তরফে । এখনও পর্যন্ত 235 জন শ্রমিককে রাখা হয়েছে ত্রাণ শিবিরে।

কয়েকদিন আগে মহারাষ্ট্রে রেল দুর্ঘটনায় কয়েকজন শ্রমিকের মৃত্যু হয় । তারপর থেকেই সতর্ক বীরভূম জেলা প্রশাসন । কারণ এই জেলায় মোট 193.4 কিলোমিটার রেলপথ রয়েছে । জেলা পুলিশের তরফে আজ হাওড়া ডিভিশনের DRM-কে চিঠি দেওয়া হয় ৷ রেল পুলিশের সঙ্গে যৌথভাবে জেলা পুলিশও রেললাইনে নজর রাখবে বলে জানানো হয়েছে ৷ এছাড়া জেলায় রাজ্য ও জাতীয় সড়ক মিলিয়ে মোট 375 কিলোমিটার হাইওয়ে রয়েছে । সেখানেও টহল দিতে শুরু করেছে পুলিশ।

এদিকে পরিযায়ী শ্রমিকদের জন্য জেলাজুড়ে প্রায় 50 টি ত্রাণ শিবির খোলা হয়েছে ৷ এই সব ত্রাণ শিবির খোলা হয়েছে স্কুল ও কলেজগুলিতে ৷

জেলা পুলিশ সুপার শ্যাম সিং বলেন, "আমরা পুলিশের তরফে সবরকম ব্যবস্থা করেছি যাতে কোনও শ্রমিকের সমস্যা না হয় ৷ ত্রাণ শিবিরে তাদের পর্যাপ্ত খাবার মিলবে।"

Last Updated : May 11, 2020, 8:22 PM IST

ABOUT THE AUTHOR

...view details