পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Santiniketan Gang Rape : শান্তিনিকেতনে নাবালিকাকে গণধর্ষণ-কাণ্ডের তদন্তে এডিজি এবং আইজি - ADG and IG in Shantiniketn for Investigation of Tribal Girl Gang Rape Case

বৃহস্পতিবার রাতে শান্তিনিকেতনে নাবালিকাকে গণধর্ষণ-কাণ্ডের ঘটনায় তদন্তে নামলেন এডিজি সঞ্জয় সিং এবং আইজি ভরতলাল মিনা (ADG and IG in Shantiniketn for Investigation of Tribal Girl Gang Rape Case) ৷ আজ পুলিশ সুপার নগেন্দ্রনাথ ত্রিপাঠীকে সঙ্গে নিয়ে তাঁরা সেখানে যান ৷

ADG and IG in Shantiniketn for Investigation of Tribal Girl Gang Rape Case
ADG and IG in Shantiniketn for Investigation of Tribal Girl Gang Rape Case

By

Published : Apr 15, 2022, 4:04 PM IST

শান্তিনিকেতন, 15 এপ্রিল : অপহরণ করে আদিবাসী নাবালিকাকে গণধর্ষণ-কাণ্ডে তদন্তে রাজ্য পুলিশের শীর্ষ আধিকারিকরা (ADG and IG in Shantiniketn for Investigation of Tribal Girl Gang Rape Case) ৷ ঘটনাস্থলে গেলেন এডিজি সঞ্জয় সিং এবং আইজি ভরতলাল মিনা ৷ বীরভূমের পুলিশ সুপার নগেন্দ্রনাথ ত্রিপাঠীকে সঙ্গে নিয়ে ঘটনাস্থল ঘুরে দেখলেন তাঁরা ৷ সেখানে আশেপাশের লোকজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ৷

ইতিমধ্যেই, ঘটনার সময় নাবালিকার সঙ্গে থাকা তাঁর বন্ধুকে জিজ্ঞাসাবাদ করে অভিযুক্তদের স্কেচ তৈরির চেষ্টা করছে তদন্তকারীরা ৷ এ নিয়ে বীরভূমের পুলিশ সুপার নগেন্দ্রনাথ ত্রিপাঠী জানিয়েছেন, নির্যাতিতা নাবালিকা সুস্থ রয়েছেন ৷ অভিযুক্তদের শনাক্ত করে তাদের দ্রুত গ্রেফতার করার আশ্বাস দিয়েছেন তিনি ৷ প্রসঙ্গত, বৃহস্পতিবার নাবালিকা তাঁর বন্ধুর সঙ্গে চড়কের মেলায় গিয়েছিলেন ৷ অভিযোগ সেখান থেকে, তাকে অপহরণ করে নিয়ে যায় একদল যুবক ৷ নির্যাতিতার বন্ধুর কথায় সেখানে 5 জন ছিল ৷

আরও পড়ুন : Santiniketan Tribal Minor Gang Rape : প্রেমিকের কাছ থেকে ছিনিয়ে আদিবাসী নাবালিকাকে গণধর্ষণ শান্তিনিকেতনে

অভিযোগ নদীর পাড়ে নিয়ে গিয়ে নাবালিকাকে ধর্ষণ করে অভিযুক্তরা ৷ আজ নির্যাতিতার পরিবার শান্তিনিকেতন থানায় অভিযোগ দায়ের করেছে ৷ তার পরেই অভিযুক্তদের ধরতে পুলিশ তৎপর হয় ৷ অন্যদিকে, রাজ্যে একের পর এক ধর্ষণ এবং অন্যান্য মামলাগুলি কলকাতা হাইকোর্ট রাজ্য পুলিশের থেকে সিবিআই-কে দিয়ে দিচ্ছে ৷ এই পরিস্থিতিতে শান্তিনিকেতনে আদিবাসী নাবালিকাকে ধর্ষণের ঘটনায় কোনও গাফিলতি রাখতে নারাজ রাজ্য পুলিশ ৷ সরাসরি এডিজি সঞ্জয় সিং এবং আইজি ভরতলাল মিনা ঘটনাস্থলে গিয়েছেন তদন্তের জন্য ৷

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details