পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

দুর্ঘটনার কবলে অনুব্রতর কনভয় - মহিলা নিরাপত্তারক্ষীদের গাড়ির দূর্ঘটনার কবলে

অনুব্রত মণ্ডলের কনভয়ের মহিলা নিরাপত্তারক্ষীদের গাড়ি দুর্ঘটনার কবলে ৷ একটি কুকুর গাড়ির সামনে চলে আসায় নিয়ন্ত্রণ হারিয়ে সামনের আরেকটি গাড়িতে ধাক্কা মারে সেটি ৷ ঘটনায় অনুব্রত মণ্ডলের গাড়ি বা তাঁর কোনও ক্ষতি হয়নি ৷

an accident in tmc leader anubrata mondals convoy in bribhum
দূর্ঘটনার মুখে অনুব্রতর কনভয়, তবে ঠিক আছেন তৃণমূল নেতা

By

Published : Feb 23, 2021, 6:53 PM IST

Updated : Feb 23, 2021, 7:35 PM IST

আহমেদপুর(বীরভূম), 23 ফেব্রুয়ারি : জনসভা সেরে ফেরার পথে দুর্ঘটনার মুখে অনুব্রত মণ্ডলের কনভয় । কনভয়ে থাকা মহিলা নিরাপত্তারক্ষীদের গাড়ির সামনে কুকুর চলে আসে৷ যদিও ঠিক আছেন অনুব্রত মণ্ডল। ঘটনাটি ঘটেছে আহমেদপুরের কাছে।

এদিন বীরভূমে কোটাসুরে জনসভা ছিল তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের। সেখান থেকে ফেরার সময় দুর্ঘটনার মুখে পড়ে তাঁর কনভয়। অনুব্রতর গাড়ির পিছনে থাকা মহিলা নিরাপত্তারক্ষীদের গাড়ির সামনে একটি কুকুর চলে আসে। নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি পিছন থেকে ধাক্কা মারে কনভয়ের আরেকটি গাড়িকে।

আরও পড়ুন : জরুর খেলা হোগা, হিন্দিমে অউর আচ্ছা খেলা হোগা : অনুব্রত মণ্ডল

দুর্ঘটনায় কেউ গুরুতর আহত হননি। অনুব্রত মণ্ডলও ঠিক আছেন। পরে সাঁইথিয়া থানা ও আহমেদপুর ফাঁড়ির পুলিশ গিয়ে গাড়িটি উদ্ধার করে৷

Last Updated : Feb 23, 2021, 7:35 PM IST

ABOUT THE AUTHOR

...view details