পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বিশ্বভারতীতে পড়ুয়াদের মারধরের অভিযোগ ABVP-র বিরুদ্ধে, আক্রান্ত 2 - বিশ্বভারতীতে বাম সংগঠনের পড়ুয়াদের মারধর

হস্টেলের সামনে দাঁড়িয়েছিল কয়েকজন পড়ুয়া । অভিযোগ, সেইসময় তাদের উপর হামলা করে ABVP-র সদস্যরা । আক্রান্ত হয় দু'জন পড়ুয়া । তাঁরা বাম ছাত্র সংগঠনের সমর্থক বলে খবর ।

attacked
আক্রান্ত

By

Published : Jan 16, 2020, 1:39 AM IST

Updated : Jan 16, 2020, 5:52 AM IST

শান্তিনিকেতন, 16 জানুয়ারি : বিশ্বভারতীতে পড়ুয়াদের মারধরের অভিযোগ উঠল ABVP-র বিরুদ্ধে । ঘটনায় দু'জন আক্রান্ত হয়েছে । তাঁদের জখম অবস্থায় বিশ্বভারতীর পিয়ার্সন মেমোরিয়াল হাসপাতালে ভরতি করা হয় । আক্রান্তরা বাম ছাত্র সংগঠনের সমর্থক বলে খবর ।

বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের হস্টেলের সামনে দাঁড়িয়েছিল কয়েকজন পড়ুয়া । অভিযোগ, সেইসময় বিশ্ববিদ্যালয়ের ABVP-সংগঠনের সদস্য অচিন্ত বাগদি ও সাবির আলি তাদের উপর হামলা করে । ঘটনায় জখম হন বাম ছাত্র সংগঠনের সমর্থক স্বপ্ননীল মুখোপাধ্যায় ও ফাল্গুনী পান । কোনওরকমে তাঁদের উদ্ধার করে বিশ্বভারতীর পিয়ার্সন মেমোরিয়াল হাসপাতালে ভরতি করা হয় । অভিযোগ, হামলাকারীরা হাসপাতালেও পৌঁছায় । সেখানে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সামনেই স্বপ্ননীল ও ফাল্গুনীদের উপর চড়াও হয় । পরে বিশ্বভারতীর নিজস্ব নিরাপত্তারক্ষীরা হাসপাতালের গেটে তালা লাগিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে । ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে ।

ABVP-র দিকেই অভিযোগের আঙুল তুললেন আক্রান্ত ফাল্গুনী ।

এই ঘটনা নিয়ে ইতিমধ্যে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন কংগ্রেস নেতা অধীররঞ্জন চৌধুরি । তিনি বলেন, "এখনও বিশ্বভারতীতে পুলিশ যায়নি । দিল্লির পুলিশ না হয় BJP-র ইশারায় নাচছে । ABVP-র লোকগুলোকে গ্রেপ্তার করতে পারছে না । কোমল সিং বেপাত্তা । কিন্তু বোলপুর তো পশ্চিমবঙ্গে । পুলিশ কোথায় ?"

প্রসঙ্গত, CAA, NRC ও JNU-তে দুষ্কৃতীদের হামলা নিয়ে কয়েকদিন ধরেই উত্তপ্ত বিশ্বভারতী । কিছুদিন আগে BJP সাংসদ স্বপন দাশগুপ্ত একটি সেমিনারের জন্য বিশ্ববিদ্যালয়ে এলে তাঁকে ঘিরেও বিক্ষোভ দেখায় পড়ুয়ারা । এরপর আজ পড়ুয়াদের উপর হামলার ঘটনাকে কেন্দ্র করে ফের উত্তেজনা ছড়াল বিশ্বভারতীতে ।

Last Updated : Jan 16, 2020, 5:52 AM IST

ABOUT THE AUTHOR

...view details