পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Panchayat Election Results 2023: বীরভূমে গ্রাম পঞ্চায়েতে মাথাচারা বিরোধীদের, জেলা পরিষদ ও সমিতি একচ্ছত্ররাজ তৃণমূলের - CPIM

অনুব্রত যে বীরভূম নেই, তার প্রভাব দেখা গেল গ্রাম পঞ্চায়েতের ভোটে ৷ একচ্ছত্র আধিপত্য থাকা বীরভূমে তৃণমূলের থেকে বেশ কয়েকটি গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি ও বাম-কংগ্রেস জোট ৷

Panchayat Election Results 2023 ETV BHARAT
Panchayat Election Results 2023

By

Published : Jul 12, 2023, 5:28 PM IST

বীরভূম, 12 জুলাই: অনুব্রতহীন বীরভূমে তৃতীয়বার জেলা পরিষদ তৃণমূলের দখলে ৷ 52টি আসনের মধ্যে 51টিতে জিতল শাসকদলের প্রার্থীরা ৷ আর 19টি পঞ্চায়েত সমিতির সবক’টি শাসক-শিবিরের দখলে গিয়েছে ৷ যদিও, রাজ্যে পালাবদলের পর এই প্রথম অনুব্রত-গড় বীরভূমে গ্রাম পঞ্চায়েতের একাধিক আসনে জিতল বিরোধীরা ৷ শুধু গ্রাম সংসদ জেতা নয় ৷ গ্রাম পঞ্চায়েতের দখল নিয়েছে বিজেপি ও সিপিআইএম ৷

বীরভূম জেলা পরিষদের 52টি আসনের মধ্যে 51টিতে জিতেছে তৃণমূল ৷ নলহাটিতে 1টি আসনে জিতেছে কংগ্রেস প্রার্থী ৷ তবে, পঞ্চায়েত সমিতির সবক’টিতে নিজেদের আধিপত্য বজায় রেখে শাসক-শিবির ৷ জেলার 19টি পঞ্চায়েত সমিতি জিতল তৃণমূল ৷ ফলত জেলা পরিষদ ও পঞ্চায়েত সমিতিতে দাঁত ফোটাতে পারেনি বিরোধীরা ৷ তবে, গ্রাম পঞ্চায়েতে অনুব্রতর সবুজ-গড়ে লাল ও গেরুয়া আবির উড়ল ৷ সংখ্যাটা সামান্য হলেও, দক্ষিণবঙ্গের গ্রামীণ অঞ্চলে বিরোধী শক্তি যে মাথাচারা দিচ্ছে, তার একটা আভাস পাওয়া যাচ্ছে ৷

রাজ্যে পালা বদলের পর 'অনুব্রতহীন' বীরভূমে 167টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে 7টিতে জিতল বিজেপি, 4টি গ্রাম পঞ্চায়েত জিতেছে বাম-কংগ্রেস জোট ও 17টি গ্রাম পঞ্চায়েত ত্রিশঙ্কু হয়ে রয়েছে ৷ পরিসংখ্যান অনুযায়ী গ্রাম পঞ্চায়েতে তৃণমূল 334টি, সিপিআইএম 156টি ও কংগ্রেস 125টি আসনে (সম্ভাব্য জয়ী আসন, তথ্য বদল হতে পারে) জিতেছে ৷ অনুব্রতর গড় হিসাবে পরিচিত বীরভূম ৷ সেই বীরভূমে বিরোধীদের জয় যে তাৎপর্যপূর্ণ তা বলাই যায় ৷ বিশেষ করে 2024-এর আসন্ন লোকসভা নির্বাচনের আগে পঞ্চায়েতের এই ফলাফল বেশি তাৎপর্যপূর্ণ বলে মনে করছে জেলার রাজনৈতিকমহল ৷

আরও পড়ুন:জলপাইগুড়ি জেলা পরিষদ ও সমিতি এককভাবে তৃণমূলের, গ্রাম পঞ্চায়েতে প্রভাব বিজেপির

রাজ্যে পালা বদলের এ নিয়ে তিনবার পঞ্চায়েত নির্বাচন হল ৷ অনুব্রত মণ্ডলের জামানায় 2013 ও 2018 সালে 'উন্নয়ন বাহিনী' ও 'চড়াম চড়াম ঢাক'-এর দৌলতে সম্পূর্ণ বিনাপ্রতিদ্বন্দ্বিতায় বীরভূম জেলা পরিষদ দখল করেছিল তৃণমূল ৷ এবার গরুপাচার ও আর্থিক তছরুপ মামলায় তিহাড়ে বন্দি তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল ৷ তাঁকে ছাড়া পঞ্চায়েত নির্বাচনের ফলাফল কী হয় ? সেদিকেই তাকিয়ে ছিল রাজনৈতিকমহল ৷ তবে, ফলপ্রকাশের পর দেখা গেল নির্বাচনের ময়দানে নেমেও তৃতীয়বার নিরঙ্কুশভাবে জেলা পরিষদ দখলে রেখেছে শাসকদল ৷ তবে, গ্রাম পঞ্চায়েতে অনুব্রত অভাব পূরণ করতে পারলেন না কাজল শেখ ৷

ABOUT THE AUTHOR

...view details