কলকাতা, 25 নভেম্বর: মমতার দেখানো পথে কেষ্টতেই ভরসা অভিষেকের । আপাতত জেলবন্দী থাকলেও বীরভূম জেলা সভাপতির দায়িত্বে থাকছেন অনুব্রত মণ্ডলই (Anubrata Mondal) ।
প্রসঙ্গত, শুক্রবার ক্যামাক স্ট্রিটে বীরভূমের জেলা নেতাদের নিয়ে বৈঠকে বসেছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) । এই বৈঠকে কোনও এক নেতার হাতে দায়িত্ব নয়, বরং জেলার প্রবীণ ও শীর্ষ নেতাদের মিলেমিশে সংগঠন দেখার দায়িত্ব দিয়েছেন অভিষেক ।
বৃহস্পতিবার বিধানসভার লবিতে দাঁড়িয়ে বীরভূমের সংগঠন দেখার দায়িত্ব রানা সিংহ, বিকাশ রায়চৌধুরী, চাঁদু অর্থাৎ চন্দ্রনাথ সিনহা আর আশিস বন্দোপাধ্যায়কে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) । এদিন সেই চেনা ছক থেকে বেরিয়ে আসেননি তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) সর্বভারতীয় সাধারণ সম্পাদক । বরং অনুব্রত মণ্ডলের অনুপস্থিতিতে সকলকে মিলিতভাবে দল চালানোর পরামর্শ দিয়েছেন তিনি । একই সঙ্গে অভিষেকের কড়া নির্দেশ, বাহুবল নয়, নির্বাচনে জিততে হবে সংগঠনের জোরেই । সাংগঠনিক শক্তি বৃদ্ধিতে মনোনিবেশ করুক দলের নেতারা ।