পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Abhishek Banerjee: সুকন্যা গ্রেফতার হলে অমিতপুত্র নয় কেন ? অনুব্রতর পাশে দাঁড়িয়ে প্রশ্ন অভিষেকের - amit shah slams amit shah

সম্পত্তি বৃদ্ধির জন্য সুকন্যা মণ্ডলকে গ্রেফতার করা হলে কেন অমিত শাহর ছেলেকে গ্রেফতার করা হবে না কেন ? মঙ্গলবার বীরভূমে দাঁড়িয়ে এই প্রশ্ন তুললেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷

Etv Bharat
অভিষেক বন্দ্যোপাধ্যায়

By

Published : May 9, 2023, 7:38 PM IST

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য

মুরারই (বীরভূম), 9 মে:"অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যাকে গ্রেফতার করেছে, বলছে তাঁর নাকি 150 গুণ সম্পত্তি বেড়েছে ৷ তাহলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর ছেলেকে কেন গ্রেফতারর করা হবে না? তার 80 হাজার গুণ সম্পত্তি বেড়েছ ।" মঙ্গলবার বীরভূমের চাতরার সভা থেকে এই প্রশ্নই তুললেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷

তৃণমূলের নব জোয়ার জনসংযোগ কর্মসূচিতে যোগ দিতে মঙ্গলবার বীরভূমে এসে পৌঁছেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ গরুপাচার মামলায় অভিযুক্ত জেলার তৃণমূল কংগ্রেস সভাপতি অনুব্রত মণ্ডল বর্তমানে দিল্লির তিহাড় জেলে বন্দি ৷ তাঁর কন্যা সুকন্যাকেও সম্প্রতি গ্রেফতার করেছে ইডি ৷ একই জেলে ঠাঁই হয়েছে তাঁরও ৷ অনুব্রতহীন বীরভূমে এসে তৃণমূলের সংগঠনকে চাঙ্গা করতে অভিষেক কী বার্তা দেন সেদিকে নজর ছিল সকলের ৷

এদিন মুরারইয়ের চাতরা স্কুল মাঠের জনসভা থেকে অনুব্রত মণ্ডল ও তাঁর মেয়ের গ্রেফতারির প্রসঙ্গ তুলেই বিজেপিকে আক্রমণ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ এদিন জেলায় জনসংযোগ যাত্রায় এসে প্রথম দিনেই অমিত শাহর বিরুদ্ধে প্রশ্ন তুললেন অভিষেক ৷ তিনি বলেন, "বাবুরা গরু চোর ধরতে বেরিয়েছে । ইডি আর সিবিআই বলছে গরু চুরি করতে প্রত্যক্ষ ও পরক্ষো মদত দিয়েছে বিএসএফ ৷ আর এই বিএসএফ কার অধীনে ? অমিত শাহ দেশের স্বরাষ্ট্রমন্ত্রী ৷ তাঁর মন্ত্রকের অধীনে বিএসএফ ৷ গরুপাচারের মদত দিয়ে বিএসএফ যে টাকা রোজগার করে তা অমিত শাহের কাছে যায় না তাঁর ছেলের কাছে যায় ? ক্ষমতা আছে অমিত শাহকে ডেকে জিজ্ঞাসাবাদ করবে ?"

এদিন অভিষেক আরও জানান, অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করা হয়েছে, এক্ষেত্রে আইন আইনের পথে চলবে ৷ তবে তৃণমূল যে বিজেপির বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবে ৷ আর প্রশ্ন তুলে যাবে কোনও ভয় না পেয়ে, এদিন সেই দাবিও করেন অভিষেক ৷

আরও পড়ুন: অভিষেকের জন্যই তৃণমূলে ব্রাত্য হয়েছেন, বিস্ফোরক অভিযোগ সোনালির

ABOUT THE AUTHOR

...view details