পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Abhishek Banerjee: মহম্মদবাজারে দেউচা-পাচামি নিয়ে গ্রামবাসীদের প্রশ্নের মুখে অভিষেক - বীরভূমের জনসংযোগ যাত্রার

শহিদ রাজেশ ওরাংয়ের বাড়িতে গিয়ে পরিজনদের স্বাস্থ্যসাথী কার্ড, কৃষক বন্ধু, লক্ষ্মীর ভাণ্ডার দ্রত করে দেওয়ার জন্য দলকে নির্দেশ দেন অভিষেক ৷ তবে অন্যদিকে দেউচা-পাচামি নিয়ে গ্রামবাসীদের প্রশ্নের মুখেও পড়েন তৃণমূল সাংসদ ৷

Etv Bharat
গ্রামবাসীদের প্রশ্নের মুখে অভিষেক

By

Published : May 10, 2023, 7:49 PM IST

গ্রামবাসীদের প্রশ্নের মুখে অভিষেক

মহম্মদবাজার, 10 মে:দেউচা-পাচামির কাজ কবে হবে, নিয়োগ কবে হবে? মহম্মদবাজারে এসে বুধবার গ্রামবাসীদের প্রশ্নের মুখে পড়লেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। গ্রামবাসীদের অবশ্য নিয়োগ নিয়ে আশ্বাস দিয়েছেন অভিষেক ৷ সময় লাগলেও কাজ হবে বলেও জানিয়েছেন তিনি ৷

তৃণমূলের নবজোয়ার যাত্রায় এই মুহূর্তে বীরভূমে আছেন অভিষেক বন্দ্যোপাধ্য়ায় ৷ সভা সমাবেশের মাঝেই এদিন, লাদাখে ভারত-চিন সীমান্তে শহিদ ভারতীয় সেনা জওয়ান রাজেশ ওরাংয়ের বাড়িতে গিয়েছিলেন অভিষেক ৷ শহিদের পরিবারের সদস্যদের সঙ্গে কথাও বলেন অভিষেক৷ সেই সঙ্গে, রাজেশ ওরাংয়ের পরিজনদের স্বাস্থ্যসাথী কার্ড, কৃষক বন্ধু, লক্ষ্মীর ভাণ্ডার দ্রত করে দেওয়ার জন্য দলকে নির্দেশও দেন তিনি।

বীরভূমের 'জনসংযোগ যাত্রার' দ্বিতীয় দিনে ময়ূরেশ্বরে রোড-শো করেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এরপর মহম্মদবাজারেও জনসভা করেন তিনি ৷ আর সেখান থেকেই মহম্মদবাজারের বেলঘরিয়া গ্রামে লাদাখে শহিদ হওয়া ভারতীয় সেনাবাহিনীর জওয়ানের বাড়িতে আসেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। 2020 সালের 16 জুন লাদাখ সীমান্তে চিন-ভারত খণ্ডযুদ্ধে শহিদ হয়েছিলেন রাজেশ ওরাং ৷ এদিন শহিদ সেনা জওয়ানের পরিজনের সঙ্গে কথা বলার পাশাপাশি তাঁদের সঙ্গেই চা পান করেন অভিষেক ৷ অভিষেকের দাবি, অনেকেই এই শহিদদের মনে রাখেন না ৷ কিন্তু শহিদের পরিবারের পাশে দাঁড়ানো নৈতিক কর্তব্য ৷ আর সেকারণেই তিনি এখানে এসেছেন ৷ পরিবারের সঙ্গে কথা বলতে গিয়েই অভিষেক জানতে পারেন, তারা লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্যসাথী কার্ড, কৃষক বন্ধুর মতো সরকারি পরিষেবাগুলি থেকে বঞ্চিত ৷ এরপরই দলের নেতাদের অভিষেক নির্দেশ দিয়েছেন, যাতে দ্রুত তাদের এই সরকারি পরিষেবাগুলির ব্যবস্থা করে দেওয়া হয় ৷

অন্যদিকে, শহিদ জওয়ানের বাড়ি থেকে বেরিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, "শহিদ জওয়ানদের পরে কেউ মনে রাখেন না ৷ আমি ওঁদের বাড়িতে এসে কথা বললাম ৷ জানতে পারলাম ওঁরা স্বাস্থ্যসাথী কার্ড, কৃষক বন্ধু, লক্ষ্মীর ভাণ্ডারের জন্য অবেদন করেনি। আমি আমাদের দলের নেতাদের বলেছি যাতে তাঁদের এই কাজগুলি করে দেওয়া হয় ৷ আমাদের সরকার প্রতিশ্রুতি মতো আগেই আর্থিক সাহায্য ও সরকারি চাকরি দিয়েছে।" জওয়ানের বাড়ি থেকে বেরিয়ে গ্রামবাসীদের সঙ্গেও এদিন কথা বলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই সময় দেউচা-পাচামি নিয়ে প্রশ্নের মুখে পড়েন তিনি ৷ দেউচা-পাচামির জন্য জমিদাতা এক গ্রামবাসী প্রশ্ন করেন, "দেউচা-পাচামির কাজ কবে হবে? কাজ তো বন্ধ আছে !" সেই সঙ্গে, গ্রামবাসীদের অভিযোগ, শুধু পুলিশেই চাকরি দেওয়া হচ্ছে ৷ যাদের যোগ্যতা আছে, অথচ পুলিশে চাকরি করতে চায় না তাদের কী হবে, জানতে চাওয়া হয় অভিষেকের কাছে ৷ অভিষেক বন্দ্যোপাধ্যায় অবশ্য আশ্বাস দিয়ে বলেন, "একটু সময় লাগবে ৷ সব কাজ হবে ৷ কাজ ধীরে ধীরে এগোচ্ছে ৷ পুলিশে চাকরি বিষয়টি দেখছি আমরা।" সেই সঙ্গে, তিনি বলেন, "একটু সময় লাগবে, কাজ হবে, নিয়োগও হবে।" বেলঘরিয়া গ্রামে সরকারি প্রকল্প থেকে 30টি বাড়ি করে দেওয়ারও নির্দেশ দিয়ে যান তৃণমূল সাংসদ।

ABOUT THE AUTHOR

...view details