সিউড়ি, 12 অগাস্ট : ঘর থেকে উদ্ধার হল এক যুবতির ঝুলন্ত দেহ ৷ সিউড়ির ডাঙাল পাড়ার ঘটনা ৷ পরিবারের অভিযোগ, প্রেমিক বিয়ে করতে রাজি না হওয়ায় আত্মঘাতী হয়েছেন শুভ্রা মণ্ডল নামে ওই যুবতি ৷ পরিবারের তরফে প্রেমিক সুমন চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে সিউড়ি থানায় অভিযোগ দায়ের করা হয় ৷ পুলিশ তাকে গ্রেপ্তার করেছে ৷
প্রেমিকের হোয়াটসঅ্যাপে ছবি পাঠিয়ে আত্মঘাতী যুবতি - sending picture
প্রেমিকের হোয়াটসঅ্যাপে আত্মহত্যার আগের মুহূর্তের ছবি পাঠিয়ে আত্মঘাতী হলেন এক যুবতি ৷ তিনি সিউড়ি বিদ্যাসাগর কলেজের জ়ুলজি বিভাগের আংশিক সময়ের অধ্যাপিকা ছিলেন ৷ প্রেমিক সুমন চট্টোপাধ্যায়কে গ্রেপ্তার করেছে পুলিশ ৷
গতরাতে 26 বছর বয়সি শুভ্রা মণ্ডলের ঝুলন্ত দেহ উদ্ধার হয় ৷ তিনি সিউড়ি বিদ্যাসাগর কলেজের জ়ুলজি বিভাগের আংশিক সময়ের অধ্যাপিকা ছিলেন ৷ জানা গেছে, সুমনের সঙ্গে তাঁর সম্পর্ক ছিল ৷ পরিবারের অভিযোগ, দীর্ঘদিন ধরে সম্পর্ক থাকলেও সুমন তাঁকে বিয়ে করতে রাজি হচ্ছিলেন না ৷ এই নিয়ে গতরাতে তাঁদের মধ্যে ঝামেলা হয় ৷ সুমনের হোয়াটসঅ্যাপে আত্মহত্যার আগের মুহূর্তের ছবি পাঠায় শুভ্রা ৷ এরপরও সুমনের তরফে কোনও প্রতিক্রিয়া না পেয়ে শুভ্রা গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন বলে অভিযোগ পরিবারের ৷
সিউড়ি থানায় সুমনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয় ৷ রাতেই সুমনকে তাঁর বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ ৷