সিউড়ি, 6 জুন : স্পেশাল টাস্ক ফোর্স ও বীরভূম জেলা পুলিশ যৌথ অভিযান চালিয়ে উদ্ধার করল পিস্তল, গুলি এবং বিস্ফোরক । এদিন একটি প্রেস বিবৃতি দিয়ে জেলা পুলিশ সুপার নগেন্দ্র ত্রিপাঠী এই বিষয়ে জানিয়েছেন ।
জানা গিয়েছে, সিউড়ি লাগোয়া 60 নম্বর জাতীয় সড়কে আগে থেকেই উপস্থিত ছিল স্পেশাল টাস্ক ফোর্স (STF) ও বীরভূম পুলিশের বিশেষ দল ৷ সেই সময় পাচারের জন্য একটি ট্রাকে করে অস্ত্র নিয়ে যাওয়া হচ্ছিল । সেই ট্রাকটিকে আটক করে 5টি আধুনিক মানের 7এম এম পিস্তল, 10টি ম্যাগাজিন, 30 রাউণ্ড গুলি, 20 কেজি বিস্ফোরক উদ্ধার হয় ।