বোলপুর, 4জুন : বোলপুরের মুলুক গ্রামে একআশাকর্মীকে মারধরের ঘটনায় বোলপুর থানায় বিক্ষোভ । থানায় ব্যানার ও পোস্টার নিয়েবিক্ষোভ দেখান বোলপুর ব্লকের আশাকর্মীরা ৷ তাঁদের দাবি,দোষী ব্যক্তিদের গ্রেপ্তার করতে হবে ওআশাকর্মীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে ।
মহারাষ্ট্র থেকে তিন পরিযায়ীশ্রমিকদের ফিরেছে বোলপুরের মুলুকে । তাদের কোয়ারানটিন সেন্টারে থাকতে বলেন রহিমাখাতুন নামে এক আশাকর্মী । অভিযোগ,কথা না শুনে এলাকায় ঘুরে বেড়ায় পরিযায়ী শ্রমিকরা ৷ তাদেরনিষেধ করলে গতকাল আশাকর্মী রহিমাকে মারধর করে তারা । আহত ওই আশাকর্মী বর্তমানেবোলপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন ।
এইঘটনায় আজ বোলপুর থানায় বিক্ষোভ দেখান বোলপুর ব্লকের প্রায়60জন আশাকর্মী । হাতে ব্যানার পোস্টারনিয়ে বিক্ষোভ দেখান তাঁরা । পরে থানায় একটি ডেপুটেশন দেন তাঁরা । তাঁদের দাবি,রহিমা খাতুনকে যারা মারধর করেছে তাদেরঅবিলম্বে গ্রেপ্তার করতে হবে । আশাকর্মীদের নিরাপত্তাও সুনিশ্চিত করতে হবে ।