সিউড়ি, 19 অগস্ট: গরুপাচার মামলায় (West Bengal Cattle Smuggling Case) ধৃত অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ তুললেন এক ব্যবসায়ী ৷ সংবাদমাধ্যমের প্রশ্নের উত্তরে তিনি জানিয়েছেন, বীরভূমে সরকারি কাজের বরাত পেতে নিয়মিত তোলা দিতে হত কেষ্টকে ৷ তা না-হলে কোনও ব্যবসায়ী বা ঠিকাদার সংস্থার কপালেই শিকে ছিঁড়ত না ! অভিযোগকারী ওই ব্যক্তির নাম অরূপরতন ভট্টাচার্য ৷ তিনি বীরভূমের সিউড়ির বাসিন্দা ৷
শুক্রবার বীরভূমের বোলপুরে অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) মেয়ে সুকন্যা মণ্ডল (Sukanya Mondal) এবং তাঁর প্রয়াত স্ত্রীর মালিকানায় থাকা ভোলে বোম রাইস মিল-এ অভিযান চালায় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (Central Bureau of Investigation) ৷ ওই চাল কলের ভিতরে থাকা গ্য়ারাজগুলিতে বেশ কয়েকটি দামি গাড়ির দেখা মিলেছে ৷ তেমনই একটি গাড়ির মালিকানা রয়েছে ব্যবসায়ী প্রবীর মণ্ডলের নামে ৷ তাঁর সঙ্গেই অংশিদারিতে ব্যবসা চালান অরূপরতন ৷ তাঁর দাবি, এদিন চাল কলের গ্যারাজ থেকে প্রবীরের যে গাড়িটি পাওয়া গিয়েছে, সেটি আদতে অনুব্রতকে 'তোলা' হিসাবেই দেওয়া হয়েছিল !