পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Anubrata Mondal অনুব্রতকে 5 কোটি 53 লক্ষ টাকা তোলা দিয়েছিলাম, চাঞ্চল্যকর দাবি ব্যবসায়ীর - Sukanya Mondal

এবার প্রকাশ্যেই গরুপাচার মামলায় (West Bengal Cattle Smuggling Case) ধৃত অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) বিরুদ্ধে তোলা আদায়ের অভিযোগ তুললেন এক ব্যবসায়ী ৷ সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সামনে আনলেন চাঞ্চল্যকর তথ্য ৷

a businessman in Birbhum claims that he gave more than 5 crore rupees to Anubrata Mondal
Anubrata Mondal অনুব্রতকে 5 কোটি 53 লক্ষ টাকা তোলা দিয়েছিলাম, চাঞ্চল্যকর দাবি ব্যবসায়ীর

By

Published : Aug 19, 2022, 7:48 PM IST

সিউড়ি, 19 অগস্ট: গরুপাচার মামলায় (West Bengal Cattle Smuggling Case) ধৃত অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ তুললেন এক ব্যবসায়ী ৷ সংবাদমাধ্যমের প্রশ্নের উত্তরে তিনি জানিয়েছেন, বীরভূমে সরকারি কাজের বরাত পেতে নিয়মিত তোলা দিতে হত কেষ্টকে ৷ তা না-হলে কোনও ব্যবসায়ী বা ঠিকাদার সংস্থার কপালেই শিকে ছিঁড়ত না ! অভিযোগকারী ওই ব্যক্তির নাম অরূপরতন ভট্টাচার্য ৷ তিনি বীরভূমের সিউড়ির বাসিন্দা ৷

শুক্রবার বীরভূমের বোলপুরে অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) মেয়ে সুকন্যা মণ্ডল (Sukanya Mondal) এবং তাঁর প্রয়াত স্ত্রীর মালিকানায় থাকা ভোলে বোম রাইস মিল-এ অভিযান চালায় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (Central Bureau of Investigation) ৷ ওই চাল কলের ভিতরে থাকা গ্য়ারাজগুলিতে বেশ কয়েকটি দামি গাড়ির দেখা মিলেছে ৷ তেমনই একটি গাড়ির মালিকানা রয়েছে ব্যবসায়ী প্রবীর মণ্ডলের নামে ৷ তাঁর সঙ্গেই অংশিদারিতে ব্যবসা চালান অরূপরতন ৷ তাঁর দাবি, এদিন চাল কলের গ্যারাজ থেকে প্রবীরের যে গাড়িটি পাওয়া গিয়েছে, সেটি আদতে অনুব্রতকে 'তোলা' হিসাবেই দেওয়া হয়েছিল !

আরও পড়ুন:Anubrata Mondal বিতর্কের জেরেই স্বেচ্ছাসেবী সংগঠনের গাড়ির ঠাঁই চাল কলে, দাবি চেয়ারম্য়ানের

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে অরূপরতন জানিয়েছেন, তিলপাড়া ব্যারেজ সংস্কারের জন্য সরকারের তরফে টেন্ডার ডাকা হয়েছিল ৷ একমাত্র অনুব্রত মণ্ডলকে তাঁর চাহিদা মতো তোলা দিলেই এই কাজের বরাত পাওয়া সম্ভব ছিল ! অরূপরতনের কথায়, "বীরভূম জেলায় ওঁর (অনুব্রত মণ্ডলের) ইচ্ছা ছাড়া তো গাছের পাতাও নড়ে না ! এই কাজের টেন্ডার আমরা পেয়েছিলাম ৷ তার জন্য 10 কোটি চেয়েছিল অনুব্রত ৷ আমরা 5 কোটি 53 লক্ষ টাকা দিয়েছিলাম ৷ অনুব্রতর হাতে দিয়েছিলাম 1 কোটি 50 লক্ষ টাকা ৷ বাকি দিয়েছিলাম ওঁর দেহরক্ষী সায়গলকে ! আর একটা গাড়ি দিতে হয়েছিল ৷"

অরূপরতনের দাবি, এরপরও সেই কাজ হাতছাড়া হয় তাঁদের ৷ উলটে অরূপরতন এবং তাঁর ব্য়বসায়িক অংশিদার প্রবীর মণ্ডলের বিরুদ্ধে বালি চুরির অভিযোগ তোলা হয় ৷ তাতেই হাতছাড়া হয় টেন্ডার ৷ অরূপরতনের অভিযোগ, তাঁরা অনুব্রত মণ্ডলের চাহিদা মতো 10 কোটি টাকা দিতে পারেননি বলেই টেন্ডার পেয়েও হারাতে হয়েছে ৷

ABOUT THE AUTHOR

...view details