পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

শান্তিনিকেতনে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার, মহিলা-সহ এসটিএফের জালে 4 - গাঁজা উদ্ধার

Ganja Recovered in Santiniketan: শান্তিনিকেতনে গাড়ি থেকে 90 কেজি গাঁজা উদ্ধার করল এসটিএফ ৷ ঘটনায় মহিলা-সহ চারজনকে গ্রেফতার করা হয়েছে ৷

Ganja Recovered
বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার

By ETV Bharat Bangla Team

Published : Dec 23, 2023, 6:02 PM IST

বোলপুর, 23 ডিসেম্বর:90 কেজি গাঁজা উদ্ধার হল শান্তিনিকেতনে ৷ শনিবার দু'টি চার চাকা গাড়িকে আটক করে স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)। সেখান থেকে গাঁজার প্যাকেটগুলি উদ্ধার হয়েছে ৷ গাঁজার প্যাকেটগুলি উদ্ধার হয়েছে শুক্রবার রাতে শান্তিনিকেতনের কোপাই সেতুর কাছে ৷ এই ঘটনায় এক মহিলা-সহ 4 জনকে গ্রেফতার করেছে এসটিএফ । ধৃতরা হল নিউ জলপাইগুড়ির ভক্তিনগরের বাসিন্দা তথাগত রায়, সুব্রত দাস ৷ উত্তর 24 পরগনার বাসিন্দা ত্রিদিব চৌধুরী ও শিপ্রা বণিক। আন্তঃজেলা মাদক পাচার চক্রের সঙ্গে যুক্ত ধৃতরা বলে সূত্রের খবর ৷

জানা গিয়েছে, গাড়ির বনেটের পিছনের বনেটের নীচে বিশেষ বক্স তৈরি করে গোপনে চলত বিপুল পরিমাণ মাদক চোরাচালানের কারবার ৷ আন্তঃজেলা পাচার চক্রের হদিশ পেয়ে হানা দেয় এসটিএফের দল ৷ এরপরেই শান্তিনিকেতন থানার মহিষঢালে কোপাই নদীর সেতুর কাছ থেকে দুটি চারচাকা গাড়ি আটক করে স্পেশাল টাস্ক ফোর্স ৷ গাড়ি দুটির পিছনের বনেটের নীচে বিশেষ বক্স বানানো ছিল ৷ সেই বক্সে প্লাস্টিকে মুড়ে গাঁজা রাখা ছিল । প্রায় 90 কেজি গাঁজা-সহ পাঁচজনকে পাকড়াও করে রাজ্য সরকারের এসটিএফ ৷ বিশেষ সূত্রে খবর পেয়ে গাড়ি দু'টির উপর নজর রাখছিল এসটিএফ ৷ ইতিমধ্যেই ধৃতদের বিরুদ্ধে শান্তিনিকেতন থানায় মাদক আইনে মামলা রুজু করা হয়েছে ।

অভিযোগ, উত্তরবঙ্গ থেকে মালদা, বীরভূম, মুর্শিদাবাদ হয়ে চলে গাঁজা পাচারের রমরমা কারবার । এই রুট ধরেই রাজ্যের বিভিন্ন প্রান্তে, এমনকী ভিনরাজ্যে মাদক পাচার করা হয় ৷ পুলিশের চোখে ধুলো দিতে গাড়ির ইঞ্জিনের নীচে ট্যাঙ্কার বানিয়ে মাদক পাচার চলতে থাকে বলে অভিযোগ ৷

আরও পড়ুন:

  1. মহিলাদের ব্যবহার করে ডুয়ার্সে চলছিল গাঁজা পাচার, গ্রেফতার 3
  2. পুলিশের বিরুদ্ধে গাঁজা পাচারের অভিযোগ! থানা জ্বালিয়ে দিল ক্ষিপ্ত জনতা
  3. সিআইএসএফের স্টিকার লাগানো গাড়ি থেকে উদ্ধার 234 কেজি গাঁজা ! আটক চালক

ABOUT THE AUTHOR

...view details