রামপুরহাট, 1 এপ্রিল :বগটুই-কাণ্ডে জেল হেফাজতে থাকা 9 জনকে মুখোমুখি বসিয়ে জেরা করার অনুমতি পেল সিবিআই ৷ শুক্রবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে এই অনুমতি দিল রামপুরহাট মহকুমা আদালত ৷ বগটুই অগ্নিকাণ্ডে আনারুল হোসেন-সহ গ্রেফতার 21 জনের মধ্যে জেল হেফাজতে থাকা 10 জনকে জেরা করতে চেয়ে এদিন আদালতে আবেদন করে সিবিআই । সঙ্গে ছিলেন সিবিআইয়ের আইনজীবীও ।
সেই আবেদনের পরিপ্রেক্ষিতেই 9 জনকে জেরার অনুমতি পেল সিবিআই (9 accused in Jail Custody will be interrogated by CBI in Bagtui Massacre case) ৷ 21 মার্চ রামপুরহাট 1 নম্বর ব্লকের বড়শাল গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ভাদু শেখের খুনের পরবর্তী যে হিংসা হয়েছিল তাতে 9 জনের প্রাণ যায়। মুখ্যমন্ত্রীর নির্দেশে এই হত্যাকাণ্ডের তদন্তের জন্য বিশেষ তদন্তকারী দল গঠন করা হয় ৷ বগটুইয়ের ঘটনায় রামপুরহাট 1 নম্বর ব্লক তৃণমূল সভাপতি আনারুল হোসেন-সহ 21 জনকে গ্রেফতার করে সিট । পরে হাইকোর্টের নির্দেশে তদন্তভার যায় সিবিআইয়ের হাতে ৷ যদিও 9 জনকে ঠিক কবে মুখোমুখি বসিয়ে জেরা করা হয়, সে ব্যাপারে স্পষ্ট কোনও ইঙ্গিত পাওয়া যায়নি ৷