পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Detonator Recover: বীরভূমে 81 হাজার ডিটোনেটর উদ্ধার, নাশকতার ছক না অন্যকিছু ? - পুলিশকে দেখে গাড়ি নিয়ে পালানোর চেষ্টা করছিল গাড়ির চালক

ধাওয়া করে একটি গাড়ি থেকে প্রায় 81 হাজার ডিটোনেটর উদ্ধার করল স্পেশাল টাক্স ফোর্স (81 Thousand Detonator Recover in Birbhum)। গাড়ি চালক সুনীল কেওরাকে গ্রেফতার করেছে পুলিশ ৷ বড়সড় নাশকতার উদ্দেশ্যেই কি বিপুল পরিমাণে বিস্ফোরক মজুত করা হয়েছিল এই ডিটোনেটর ? তদন্ত শুরু করেছে পুলিশ।

Detonator Recover
81 হাজার ডিটোনেটর উদ্ধার

By

Published : Jun 30, 2022, 7:07 PM IST

মহম্মদবাজার, 30 জুন : রাজ্যে কি নাশকতার ছক ? নাকি অন্যকিছু ? বৃহস্পতিবার বীরভূম থেকে উদ্ধার 81 হাজার ডিটোনেটর (81 Thousand Detonator Recover in Birbhum) ৷ আর এই উদ্ধারের পিছনে রয়েছে স্পেশাল টাক্স ফোর্স ৷

গাড়ি ভর্তি ডিটোনেটর পাচার করা হচ্ছে বলে খবর ছিল স্পেশাল টাক্স ফোর্স (STF)-এর কাছে ৷ সেই মতো সিউড়ির তিলপাড়া সেতুর কাছে ওতপেতে ছিল এসটিএফের বিশেষ দিল। সেখান থেকেই একটি চার চাকা গাড়িকে ধাওয়া করে ৷ পুলিশকে দেখে গাড়ি নিয়ে পালানোর চেষ্টা করছিল গাড়ির চালক ৷

গাড়ি থেকে প্রায় 81 হাজার ডিটোনেটর উদ্ধার করল স্পেশাল টাক্স ফোর্স

আরও পড়ুন :হাতিয়ার কল ফরোয়ার্ড, শহরে নয়া সাইবার প্ৰতরণার জাল

পরে মহম্মদবাজার এলাকায় গিয়ে চালক-সহ গাড়িটিকে আটক করে পুলিশ ৷ গাড়ি থেকে 4টি বড় ব্যাগ ভর্তি প্রায় 81 হাজার ডিটোনেটর উদ্ধার হয়েছে। বিপুল পরিমাণ বিস্ফোরকগুলি কি বড় কোনও নাশকতার উদ্দেশ্যে পাচার হচ্ছিল ? তা তদন্ত করে দেখছে পুলিশ ৷ পশ্চিম বর্ধমান জেলার রানিগঞ্জ থেকে বীরভূমের রামপুরহাটে আনা হচ্ছিল ডিটোনেটরগুলি ৷ এমনটাই ধৃতকে জিজ্ঞাসাবাদ করে জানা গিয়েছে ৷ পুলিশ সূত্রে খবর, সে সঠিক তথ্য দিচ্ছে না ৷ ধৃত গাড়ি চালক সুনীল কেওরাকে এদিনই সিউড়ি জেলা আদালতে তোলা হয়। ধৃতকে জিজ্ঞাসাবাদের জন্য 7 দিন এসটিএফের তরফ থেকে হেফাজতে চাওয়া হয়েছে ৷

ABOUT THE AUTHOR

...view details