মহম্মদবাজার, 30 জুন : রাজ্যে কি নাশকতার ছক ? নাকি অন্যকিছু ? বৃহস্পতিবার বীরভূম থেকে উদ্ধার 81 হাজার ডিটোনেটর (81 Thousand Detonator Recover in Birbhum) ৷ আর এই উদ্ধারের পিছনে রয়েছে স্পেশাল টাক্স ফোর্স ৷
গাড়ি ভর্তি ডিটোনেটর পাচার করা হচ্ছে বলে খবর ছিল স্পেশাল টাক্স ফোর্স (STF)-এর কাছে ৷ সেই মতো সিউড়ির তিলপাড়া সেতুর কাছে ওতপেতে ছিল এসটিএফের বিশেষ দিল। সেখান থেকেই একটি চার চাকা গাড়িকে ধাওয়া করে ৷ পুলিশকে দেখে গাড়ি নিয়ে পালানোর চেষ্টা করছিল গাড়ির চালক ৷
গাড়ি থেকে প্রায় 81 হাজার ডিটোনেটর উদ্ধার করল স্পেশাল টাক্স ফোর্স আরও পড়ুন :হাতিয়ার কল ফরোয়ার্ড, শহরে নয়া সাইবার প্ৰতরণার জাল
পরে মহম্মদবাজার এলাকায় গিয়ে চালক-সহ গাড়িটিকে আটক করে পুলিশ ৷ গাড়ি থেকে 4টি বড় ব্যাগ ভর্তি প্রায় 81 হাজার ডিটোনেটর উদ্ধার হয়েছে। বিপুল পরিমাণ বিস্ফোরকগুলি কি বড় কোনও নাশকতার উদ্দেশ্যে পাচার হচ্ছিল ? তা তদন্ত করে দেখছে পুলিশ ৷ পশ্চিম বর্ধমান জেলার রানিগঞ্জ থেকে বীরভূমের রামপুরহাটে আনা হচ্ছিল ডিটোনেটরগুলি ৷ এমনটাই ধৃতকে জিজ্ঞাসাবাদ করে জানা গিয়েছে ৷ পুলিশ সূত্রে খবর, সে সঠিক তথ্য দিচ্ছে না ৷ ধৃত গাড়ি চালক সুনীল কেওরাকে এদিনই সিউড়ি জেলা আদালতে তোলা হয়। ধৃতকে জিজ্ঞাসাবাদের জন্য 7 দিন এসটিএফের তরফ থেকে হেফাজতে চাওয়া হয়েছে ৷