পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

অনুব্রতর বীরভূমে পঞ্চায়েত হাতছাড়া তৃণমূলের ! - anubrata

আজ বীরভূমের ময়ূরেশ্বর 1 নম্বর ব্লকের ডাবুক পঞ্চায়েতে প্রধান, উপপ্রধান সহ মোট 5 জন পঞ্চায়েত সদস্য যোগ দিল BJP-তে ।

পঞ্চায়েত সদস্যের bjp-তে যোগ

By

Published : Jun 15, 2019, 6:15 PM IST

Updated : Jun 15, 2019, 6:21 PM IST

মল্লারপুর, 15 জুন : ফের অনুব্রতের গড়ে থাবা BJP-র । প্রধান, উপপ্রধান সহ মোট 5 জন পঞ্চায়েত সদস্যের যোগ BJP-তে । বীরভূমের ময়ূরেশ্বর 1 নম্বর ব্লকের ডাবুক পঞ্চায়েতের ঘটনা । আজ তাঁদের হাতে গেরুয়া পতাকা তুলে দেয় স্থানীয় BJP নেতৃত্ব ।

গত নির্বাচনে শাসক দল বিরোধী শূন্য পঞ্চায়েতের স্বপ্ন দেখেছিল । সেই স্বপ্নকে বাস্তবায়িত করতেও দেখা গেছিল । বীরভূমে হাতেগোনা কয়েকটি পঞ্চায়েত ছাড়া বেশিরভাগ আসনেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছিল তৃণমূল । তবে এবার সেই পঞ্চায়েতেরই দখল নেয় BJP । ডাবুক পঞ্চায়েতের 13টি আসনের মধ্য়ে মাত্র দু'জন সদস্য ছিল BJP-র । এরপর লোকসভা নির্বাচনের পর আরও একজন BJP-তে যোগদান করেন । আজ ফের 5 জন BJP-তে যোগদান করলেন । তাঁদের মধ্য়ে রয়েছেন প্রধান কল্যাণী গোস্বামী, উপপ্রধান পলাশ রজক । এছাড়াও রয়েছেন রত্না সরকার, পুষ্পিতা সরকার ও মানিক বোয়েন । অন্যদিকে, গৌরব কুমার নামে আরও এক পঞ্চায়েত সদস্য BJP-তে আজ যোগদান করেন । ফলে পুরো পঞ্চায়েতটাই BJP-র দখলে চলে যায় । এর আগেও বোলপুর থেকে প্রায় 2000 কর্মী BJP-তে যোগদান করেছিল ।

ভিডিয়োয় শুনুন বক্তব্য

BJP-তে যোগ দেওয়ার পর কল্যাণী গোস্বামী বলেন, "তৃণমূল কংগ্রেস মানুষকে যেভাবে প্রতিশ্রুতি দিয়েছিল, সেই অনুযায়ী কাজ করেনি । আজ আর মানুষের পাশে নেই । তাই, আমরা দল ছাড়তে বাধ্য হলাম ।"

Last Updated : Jun 15, 2019, 6:21 PM IST

ABOUT THE AUTHOR

...view details