রামপুরহাট, 23 ডিসেম্বর : রামপুরহাট থানার বিনোদপুরের ৬০ নম্বর জাতীয় সড়কের উপর দুর্ঘটনা ৷ মৃত্যু হয়েছে দুই কিশোরসহ পাঁচজনের ৷ চারচাকা গাড়ির সঙ্গে ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা । আহত 16 জন । তাদের উদ্ধার করে রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে ভরতি করা হয়েছে । মৃতেরা প্রত্যেকে ঝাড়খণ্ডের পলশা এলাকার বাসিন্দা ।
ঘটনাটি ঘটেছে সোমবার সন্ধ্যে নাগাদ ৷ এক গর্ভবতী মহিলাকে রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে ভরতি করার জন্য পলশা থেকে রামপুরহাট নিয়ে যাচ্ছিল দুর্ঘটনাগ্রস্ত চারচাকা গাড়িটি ৷ অপর দিক তারাপীঠ থেকে ট্রাক্টরে করে বাড়ি ফিরছিলেন প্রায় 55 জন ৷ তাঁদের প্রত্যেকে পরিহারগ্রামে বাসিন্দা । রামপুরহাট থানার বিনোদপুর গ্রামের কাছে ৬০ নম্বর জাতীয় সড়কে ঘটে দুর্ঘটনাটি ৷