মুরারই, 16 ডিসেম্বর: মৃত স্বামীর শুক্রাণু ধারণ করে মা হলেন এক মহিলা। মৃত স্বামীর সংরক্ষিত শুক্রাণু ব্যবহার করে, 'ইন ভিট্রো ফার্টিলাইজেশন' (আইভিএফ) পদ্ধতিতে 48 বছর বয়সে সন্তানের মা হলেন বীরভূমের মুরারই এলাকার এক মহিলা। সন্তান সুস্থ থাকলেও, মা আপাতত রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে ভর্তি থাকলেও তিনিও সুস্থই রয়েছেন। গত মঙ্গলবার রাতে পুত্র সন্তানের জন্ম দিয়েছেন ওই মহিলা।
রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, মুরারইয়ের বাসিন্দা সঙ্গীতা কেশরীর সন্তান ধারণে সমস্যায় ছিলেন। দীর্ঘদিন আইভিএফ পদ্ধতিতে সন্তান লাভের চেষ্টাও চালান ওই দম্পতি। দু'বছর আগে কলকাতার একটি পরীক্ষাগারে ওই মহিলার স্বামীর শুক্রানু সংরক্ষণ করা হয়। এর মধ্যে কোভিডে স্বামী অরুণ প্রসাদ কেশরী মারা যান। সন্তান লাভের জন্য মৃত স্বামীর শুক্রাণু ব্যবহারের সিদ্ধান্ত নেন মহিলা। শেষ পর্যন্ত 48 বছর বয়সে পুত্র সন্তানের মা হন সঙ্গীতা কেশরী। গত মঙ্গলবার অস্ত্রোপচার করে পুত্র সন্তানের জন্ম হয় রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে। কিন্তু স্বামী মারা যাওয়ার পর থেকে মহিলার পাশে নেই পরিবারে কেউই। মহিলার এই সাহসিকতার জন্য কুর্নিশ জানিয়েছেন এলাকার মানুষ।