পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

রামপুরহাট মেডিকেলে অক্সিজেনের অভাবে 4 করোনা রোগীর মৃত্যুর অভিযোগ - অক্সিজেনের অভাবে করোনা রোগীর মৃত্যু

রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালে 4 জন করোনা রোগীর মৃত্যুর কারণ হিসেবে অক্সিজেনের অভাবকেই দায়ী করেছেন আত্মীয়রা । তবে হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্য়, কয়েক ঘণ্টার জন্য অভাব ছিল ঠিকই, কিন্তু আপাতত যথেষ্ট অক্সিজেন আছে ।

Rampurhat Medical college and hospital
রামপুরহাট মেডিকেলে অক্সিজেনের অভাবে 4 করোনা রোগীর মৃত্যু

By

Published : Apr 27, 2021, 9:07 PM IST

রামপুরহাট, 27 এপ্রিল: রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালে অক্সিজেনের অভাবে 4 জন করোনা রোগীর মৃত্যু । এমনটাই অভিযোগ মৃতের আত্মীয়দের । যদিও হাসপাতাল কর্তৃপক্ষ এই অভিযোগ মানতে নারাজ ।

অক্সিজেনের অভাবে করোনা রোগীর মৃত্যু দিল্লিসহ অন্যান্য রাজ্যে হলেও এ রাজ্যে খুব একটা শোনা যায়নি । তবে রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালের বিরুদ্ধে তেমনই অভিযোগ উঠল । 4 জন করোনা রোগীর মৃত্যুর কারণ হিসেবে অক্সিজেনের অভাবকেই দায়ী করেছেন আত্মীয়রা ।

করোনায় আক্রান্ত মৃতের এক আত্মীয় অরিন্দম কুণ্ডু বলেন, "অক্সিজেনের অভাব সবসময়ই আছে । অক্সিজেনের কেন অভাব আছে তা তো আমরা বলতে পারব না, কর্তৃপক্ষ বলতে পারবে । অক্সিজেনের অভাবে এখনও পর্যন্ত চারজন মারা গিয়েছে । এরপর যে ঠিকঠাক অক্সিজেন পাব তার কোনও গ্যারান্টি নেই ।"

রামপুরহাট মেডিকেলে অক্সিজেনের অভাবে 4 করোনা রোগীর মৃত্যু, অভিযোগ আত্মীয়দের

আরও পড়ুন : অক্সিজেনের অভাবে 10 করোনা রোগীর মৃত্যু গোয়ালিয়রে

হাসপাতাল সূত্রে খবর, কয়েক ঘণ্টার জন্য অক্সিজেনের অভাব ছিল ঠিকই, কিন্তু আপাতত যথেষ্ট অক্সিজেন আছে রামপুরহাট হাসপাতালে ।

ABOUT THE AUTHOR

...view details