রামপুরহাট, 7 এপ্রিল :বগটুই-কাণ্ডে মুম্বই থেকে 4 জনকে গ্রেফতার করল সিবিআই (4 accused arrest from mumbai)। মুম্বইয়ের বরখান্দি থেকে এই চারজনকে গ্রেফতার করা হয়েছে ৷ অভিযুক্তরা লালল শেখের সঙ্গী ৷ বাপ্পা শেখ, সাবু শেখ-সহ 4 অভিযুক্তকে গ্রেফতার করল সিবিআইয়ের তদন্তকারী আধিকারিকরা। এই প্রথম বগটুই ঘটনার তদন্তে নেমে সিবিআই গ্রেফতার হল চারজন। অন্যদিকে, এদিনই হাইকোর্টে বগটুই-কাণ্ডের প্রাথমিক রিপোর্ট জমা দিল সিবিআই। ৷
বগটুই হত্যাকাণ্ডে রামপুরহাট 1 নম্বর ব্লক সভাপতি আনারুল হোসেন সহ 23 জনকে গ্রেফতার করেছিল রাজ্য পুলিশ ৷ তদন্তভার হাতে পেয়ে ধৃতদের জেরা করা শুরু করে সিবিআই অফিসারেরা। সূত্রের খবর, ধৃতদের জেরা করে এদিন মুম্বই থেকে চারজনকে গ্রেফতার করে সিবিআই। ধৃত 4 জনই অভিযুক্ত লালন শেখের ঘনিষ্ঠ। এদের মধ্যে অন্যতম বাপ্পা শেখ ও সাবু শেখ। পুলিশের কাছে দায়ের হওয়া অভিযোগপত্রেও এদের নাম রয়েছে। ঘটনার তদন্তে নেমে এই প্রথম সিবিআই পেল সাফল্য ৷ বগটুইয়ে ঘটনার দিন এই 4 জন গ্রামে উপস্থিত থেকে রীতিমতো তাণ্ডব চালিয়েছিল বলে অভিযোগ।