পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বালি বোঝাই ডাম্পার উল্টে নানুরে 3 মহিলার মৃত্যু - road accident

নিয়ন্ত্রণ হারিয়ে বালি বোঝাই ডাম্পার উল্টে মৃত্যু হল একই গ্রামের তিন মহিলার । এর জেরে ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা বোলপুর-নানুর রোড অবরোধ করেন । দীর্ঘক্ষণ অবরোধের পর পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়।

বালি বোঝাই ডাম্পার উলটে নানুরে মৃত্যু হল ৩ মহিলার
বালি বোঝাই ডাম্পার উলটে নানুরে মৃত্যু হল ৩ মহিলার

By

Published : Apr 4, 2021, 2:49 PM IST

নানুর, 4 এপ্রিল : নিয়ন্ত্রণ হারিয়ে বালি বোঝাই ডাম্পার উলটে মৃত্যু হল তিন মহিলার। ঘটনাটি ঘটেছে নানুরের নতুনগ্রাম মোড় এলাকায়। মৃতরা হলেন নমিতা মেটে (30), মঙ্গুলি মেটে (32), পদ্ম মেটে (32)। খবর পেয়ে ঘটনাস্থলে নানুর থানার পুলিশ এসে চালককে আটক করে । মৃত তিন মহিলার একই গ্রামে বাড়ি বলে জানা গেছে ।
প্রসঙ্গত, অজয় নদে একাধিক বেআইনি বালির ঘাট রয়েছে ৷ সেখান থেকে প্রতিদিনই প্রচুর পরিমাণ বালি বোঝাই করে বড় লরি, ট্রাক, ডাম্পার বেপরোয়াভাবে যাতায়াত করে । এদিনও নানুরের নতুনগ্রাম মোড় এলাকায় ওভারলোডেড বালি বোঝাই ডাম্পার যাচ্ছিল।

সেই সময় রাস্তার ধারে ছাগল-গোরু চড়াচ্ছিলেন স্থানীয় মহিলারা। ওভারলোড থাকার কারণে হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে উল্টে যায় বালি বোঝাই ডাম্পারটি ৷

ডাম্পার চাপা পরে ঘটনাস্থলেই মৃত্যু হয় একই গ্রামের ওই তিন মহিলার। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা বোলপুর-নানুর রোড অবরোধ করে ৷ দীর্ঘক্ষণ অবরোধের পর পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়। একই গ্রামের তিন মহিলার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

ABOUT THE AUTHOR

...view details