মহম্মদবাজার, 10 ফেব্রুয়ারি : মহিলাকে গণধর্ষণের অভিযোগে গ্রেপ্তার তিন যুবক৷ বীরভূম জেলার মহম্মদ বাজার এলাকার ঘটনা৷ ঘটনায় আরও এক অভিযুক্ত পলাতক৷ গণধর্ষণের ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে মনিরুদ্দিন শেখ, নিজামুদ্দিন শেখ ও নীলমাধব মির্ধা৷ অভিযুক্তদের বাড়ি সেকেড্ডা গ্রাম প়ঞ্চায়েতের বনবাতাস গ্রামের লপাড়া এলাকায়৷
মহিলাকে গণধর্ষণের অভিযোগ, ধৃত 3 - women case file against 3 men for gang rape in birbhum
বীরভূম জেলার মহম্মদ বাজার এলাকায় মহিলাকে গণধর্ষণের ঘটনায় গ্রেপ্তার 3৷ ঘটনায় আরও এক অভিযুক্ত পলাতক বলে জানায় মহ:বাজার থানার পুলিশ৷
পুলিশ সূত্রে খবর, ধৃতদের মধ্যে নিজামউদ্দিনের সঙ্গে মোবাইলের ফোনের মাধ্যমে আলাপ হয় ওই মহিলার৷ সেই সূত্রেই গত শনিবার বিকেলে নিজামউদ্দিন ফোনে ওই মহিলাকে দেখা করার কথা বলে৷ সেই মতো ওই মহিলা রানিশ্বর থেকে বাসে প্রথমে শেওড়াকুড়িতে যান ৷ এরপর নিজামুদ্দিন তাঁকে বাইকে নিয়ে যান৷ তাঁদের সঙ্গে আরও তিনজন যোগ দেয়৷ তাদের মতলব বুঝতেই ডেউচা গ্রামের কাছে নিকটাত্মীয় এক দাদাকে ফোন করেন ওই মহিলা৷ এবারে ওই মহিলার খোঁজ শুরু করেন তাঁর আত্মীয়রা ৷
এদিকে রাতে টহলরত একটি পুলিশের গাড়িকে মহিলার আত্মীয়রা বিষয়টি জানায় ৷ পুলিশ সন্ধান শুরু করে ৷ জঙ্গল থেকে ভোররাতে ওই মহিলাকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করে পুলিশ ৷ এরপর মহম্মদবাজার থানায় অভিযোগ জানানো হয় ৷ অভিযোগের ভিত্তিতে পুলিশ ওই তিন ব্যক্তিকে গ্রেপ্তার করে ৷ অপর অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু হয় ৷ অপরদিকে ওই মহিলার গোপন জবানবন্দী নেওয়া হয়৷