পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

নিয়ন্ত্রণ হারিয়ে নয়নজুলিতে বাস, আহত 23 - road accident

নিয়ন্ত্রণ হারিয়ে উলটে গেল বাস ৷ মল্লারপুরের কাছে বাস দুর্ঘটনায় আহত 23 জন যাত্রী ৷

নিয়ন্ত্রণ হারিয়ে নয়নজুলিতে বাস
নিয়ন্ত্রণ হারিয়ে নয়নজুলিতে বাস

By

Published : Jul 1, 2020, 12:36 PM IST

মল্লারপুর, 1 জুলাই : নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজ থেকে নয়নজুলিতে উলটে গেল একটি বেসরকারি বাস ৷ দুর্ঘটনায় আহত 23 জন যাত্রী ৷ এক শিশুর অবস্থা আশঙ্কাজনক ৷ দুর্ঘটনাটি রানিগঞ্জ-মোড়গ্রাম 60 নম্বর জাতীয় সড়কে বীরভূমের মল্লারপুর থানার তেলডা ব্রিজের কাছে ৷

বাসটি সিউড়ি থেকে রামপুরহাটের দিকে আসছিল বলে খবর ৷ প্রত্যক্ষদর্শীরা জানান, অতিরিক্ত গতিতে বাসটি আসছিল ৷ রাস্তায় একটি গর্তে পড়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে ৷ তারপরই ব্রিজ ভেঙে রাস্তার পাশে উলটে যায় বাসটি ৷ স্থানীয়রা এসে আহতদের উদ্ধার করে ৷ আহতদের রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷

ওই বাসের যাত্রী অভয় সাহা বলেন, "বাস অতিরিক্ত গতিতে চলছিল ৷ হঠাৎই একটি গর্তে পড়ে ব্রিজ থেকে উলটে যায় ৷ বাসে 25-26জন মতো যাত্রী ছিল ৷"

ABOUT THE AUTHOR

...view details