বোলপুর, 10 মে: ভিডিয়ো বার্তায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে বাড়ি ফেরানোর আর্জি জানিয়ে কান্নায় ভেঙে পড়লেন গুজরাতে আটকে পড়া 150 জন শ্রমিক । জাহাজ নির্মাণের সঙ্গে যুক্ত ওই শ্রমিকরা সকলেই বীরভূমের ইলামবাজারের বাসিন্দা ।
গুজরাতে আটকে বীরভূমের 150 শ্রমিক, ফেরানোর আর্জি মুখ্যমন্ত্রীকে - ভিডিয়ো বার্তায় ফেরানোর আর্জি বীরভূমের 150 শ্রমিকের
বর্তমানে গুজরাতের ভাবনগর জেলায় তালাজা এলাকায় আটকে রয়েছেন ওই শ্রমিকরা ৷ সমস্যার মধ্যে দিন কাটানো ওই শ্রমিকরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে ভিডিয়ো বার্তা দেন ৷
বীরভূমের ইলামবাজার থানার জয়দেব থেকে 150 জনের মতো শ্রমিক গুজরাতে কাজ করতে যান ৷ জাহাজ নির্মাণের ক্ষেত্রে কাটিংয়ের কাজ করেন তারা । লকডাউনের জেরে তারা আর বীরভূমে ফিরতে পারেননি । বর্তমানে গুজরাতের ভাবনগর জেলায় তালাজা এলাকায় আটকে রয়েছেন ওই শ্রমিকরা ৷ সমস্যার মধ্যে দিন কাটানো ওই শ্রমিকরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে ভিডিয়ো বার্তা দেন ৷ ভিডিয়োতে কান্নায় ভেঙে পড়ে এক শ্রমিক বলেন, "কোনওক্রমে একবেলা খেয়ে দিন কাটাচ্ছি । কেউ খাবারের ব্যবস্থা করছে না । আমাদের রাজ্যে ফেরানোর ব্যবস্থা করা হোক । গুজরাতে একটি ঘরের মধ্যে বন্দী অবস্থায় রয়েছেন ওই শ্রমিকরা ৷"
ফোনে ETV ভারতকে শ্রমিকেরা জানায়, ইলামবাজারের সংশ্লিষ্ট প্রশাসনকে বিষয়টি জানানো হয়েছে । কিন্তু ফেরানোর জন্য জেলা প্রশাসনের তরফে কোনও উদ্যোগ নেওয়া হয়নি ।