মল্লারপুর, 31 অক্টোবর: পুলিশি হেপাজতে কিশোরের মৃত্যুর ঘটনায় মল্লারপুরে আজ বারো ঘণ্টার বনধের ডাক দিয়েছে BJP । সেইমতো আজ সকাল থেকে বনধের প্রভাব পড়েছে বীরভূমের মল্লারপুরে । সকাল থেকেই রাস্তাঘাট সুনসান । সবজি বাজার বন্ধ । দোকানগুলি সব তালাবন্ধ । রাস্তায় সেরকম যানবাহন নেই ।
গতকাল পুলিশ হেপাজতে মৃত্যু হয় এক কিশোরের । নাম শুভ মেহেনা । বাড়ি মল্লারপুর থানার বাউরিপাড়ায় । মোবাইল চুরির অভিযোগে সপ্তমীর রাতে তাকে গ্রেপ্তার করে পুলিশ । পরিবারের অভিযোগ, শুভকে আদালতে তোলেনি পুলিশ । থানার মধ্যে রেখেই মারধর করছিল । গতকাল সকালে শুভর বাড়িতে মৃত্যুর খবর দেওয়া হয় । তার মৃত্যুর খবর আসতেই ক্ষোভে ফেটে পড়েন পরিবারের সদস্য ও প্রতিবেশীরা । তদন্তের দাবিতে মল্লারপুর থানায় বিক্ষোভ দেখান । মল্লারপুর বায়না মোড়ে 60 নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন। টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখানো হয় ।
BJP-র তরফে দাবি করা হয় , মৃতের বাবা-মা BJP কর্মী । এরপরই মল্লারপুরে 12 ঘণ্টা বনধ ডাকে BJP জেলা নেতৃত্ব ।
BJP-র ডাকা 12 ঘণ্টার বনধে সুনসান মল্লারপুর আরও পড়ুন , "ছেলে মনে হয় গলায় দড়ি দিয়েছে", বলছেন মল্লারপুরের মৃত কিশোরের মা
পরে অবশ্য মৃতের বাবা দাবি করেন , তাঁর ছেলে মল্লারপুর থানার মধ্যে আত্মহত্যা করেছে । পাশাপাশি , মৃতের বাবা গণেশ মেহেনা নিজেকে তৃণমূল সমর্থক বলে দাবি করছেন । তিনি বলেন, "আমি তৃণমূলে আছি । তৃণমূলেই থাকব । আমার ছেলে নেশা করত । দু'-একবার চুরিও করেছে । পুলিশ নিয়ে গেছিল । আজ দেখি আমার ছেলে আত্মহত্যা করেছে ।" লকআপের ভিতরে কীভাবে তার এল, সেই নিয়ে পুলিশকে কিছু প্রশ্ন করেছেন কি না জিজ্ঞেস করলে তিনি জানান, "তা জিজ্ঞাসা করা হয়নি ।" পুলিশের বিরুদ্ধে কোনও অভিযোগও নেই বলে জানান গণেশবাবু । পুলিশে হেপাজতে মেরে ফেলা হয়েছে বলে BJP যে দাবি করছে সেই অভিযোগও উড়িয়ে দেন তিনি ।
আরও পড়ুন , পুলিশ হেপাজতে কিশোরের মৃত্যু ঘিরে উত্তপ্ত মল্লারপুর, কাল 12 ঘণ্টা বনধের ডাক
মৃতের মা ভাদু মেহেনার গলাতেও একই সুর । বলেন, "ছেলে বাবার দোকানে বসত । নেশা করত । চুরি করেছে এই অভিযোগে পুলিশ ধরে নিয়ে গেছিল । পুলিশের কাছ থেকে মৃত্যুর খবর পাই । মনে হয় আত্মহত্যা করেছে । তবে জানি না কী হয়েছে।"