বিষ্ণুপুর, 14 মার্চ : গ্রাম বাংলার লাইফ লাইন টোটো ৷ এবার সেই টোটোকেই নির্বাচনী প্রচারের মাধ্যম হিসাবে বেছে নিলেন অর্চিতা বিদ ৷ তিনি বাঁকুড়ার বিষ্ণুপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী ৷ প্রচারের সময় কখনও তাঁকে দেখা গেল টোটোচালক হিসাবে তো কখনও দেখা গেল টোটোর আরোহী রূপে ৷ সব মিলিয়ে এক অভিনব নির্বাচনী প্রচারের সাক্ষ্মী থাকল বিষ্ণুপুর বিধানসভা কেন্দ্রের বিভিন্ন এলাকা ৷
নির্বাচন যত এগিয়ে আসছে ততই প্রচারে ঝাঁঝ বাড়াচ্ছে ডান, বাম সব দল । তবে সবথেকে বেশি নজর কাড়লেন বাঁকুড়ার বিষ্ণুপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী অর্চিতা বিদ । কখনও পায়ে হেঁটে আবার কখনও টোটো নিয়ে প্রচার করতে দেখা গেল তাঁকে ৷ কথা বললেন স্থানীয়দের সঙ্গে ৷ শুনতে চাইলেন তাঁদের সমস্যার কথা ৷ ঘুরে দেখলেন বিষ্ণুপুর বিধানসভার শালতোড়া অঞ্চলের কাশিডাঙ্গা, শিয়াড়াবনি, কোনারি সহ আশপাশের গ্রাম ৷ গ্রামের মেঠো পথ ধরে অবলীলাক্রমে টোটো চালাতে দেখে অবাক প্রত্যেকেই ৷ তাঁকে সঙ্গ দিলেন দলের নেতা কর্মীরা ৷ প্রার্থী কখনও ভোটদানের আবেদন করলেন তো কখনও জনসংযোগ বাড়াতে শিশুকে কোলে তুলে নিলেন ৷ সব মিলিয়ে এক অভিনব নির্বাচনী প্রচারের সাক্ষ্মী থাকল বিষ্ণুপুর বিধানসভা কেন্দ্রের মানুষ ৷