বাঁকুড়া, 13 মার্চ : রাজ্যে বিধানসভা নির্বাচনের প্রচারে বাঁকুড়ায় বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব ৷ প্রচারে আসছেন বিজেপির মুখ্য় প্রচারক নরেন্দ্র মোদি ৷ সেই সঙ্গে রয়েছে অমিত শাহ এবং উত্তরপ্রদেশের মুখ্য়মন্ত্রী যোগী আদিত্যনাথ ৷ আজ বাঁকুড়ার সাংসদ সুভাষ সরকার শীর্ষ নেতৃত্বের কর্মসূচির কথা জানিয়েছেন ৷
লক্ষ্য পশ্চিমবঙ্গ বিধানসভা ৷ আর তাই নির্বাচনী প্রচারে কোনও ফাঁক রাখতে নারাজ বিজেপি ৷ সেই মতো শীর্ষ নেতৃত্বদের দফায় দফায় উড়িয়ে নিয়ে আসছে রাজ্য বিজেপি ৷ সেই তালিকায় পূর্ব ঘোষণা অনুযায়ী, 18 মার্চ পুরুলিয়ায় এবং তার পরপরই কাঁথিতে প্রচারে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ সেই তালিকায় যোগ হল আরও একটি জেলার সফর ৷ 21 মার্চ বাঁকুড়ায় প্রচারে আসছেন নরেন্দ্র মোদি ৷ বাঁকুড়ার সাংসদ সুভাষ সরকার প্রধানমন্ত্রীর সফরের কথা নিশ্চিত করেছেন ৷
তবে, শুধু প্রধানমন্ত্রী নন ৷ প্রচারকের তালিকা রয়েছেন অমিত শাহ, যোগী আদিত্যনাথরাও ৷ 15 মার্চ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বাঁকুড়ায় জনসভা করবেন ৷ 16 মার্চ আসছেন যোগী আদিত্যনাথ এবং 17 মার্চ জনসভা করবেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি ৷ আজ বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের প্রচার কর্মসূচি নিয়ে বলতে গিয়ে সুভাষ সরকার জানান, বিজেপি বাঁকুড়া লোকসভার সবক’টি বিধানসভা আসনেই জিতবে ৷ এনিয়ে একশো শতাংশ আশাবাদী শোনাল বাঁকুড়ার ডাক্তারবাবুকে ৷
আরও পড়ুন : ফের বাংলায় স্টার ক্যাম্পেনার যোগী, হেভিওয়েট প্রচারে নামছে বিজেপি
তবে, এটাই প্রথম নয় ৷ এর আগে 2019 লোকসভা ভোটের সময়ও স্টার ক্যাম্পেনারদের প্রচারে নামিয়েছিল বিজেপি ৷ আর তার সুফলও পেয়েছে রাজ্য নেতৃত্ব ৷ 18টি লোকসভায় জিতে হইচই ফেলে দিয়েছিল বিজেপি ৷ ফলে বিধানসভাতেও সেই একই নীতি নিয়েছে গেরুয়া শিবির ৷ যেখানে রাজ্যের শাসক দলকে আক্রমণের ঝাঁঝ বাড়াতে চাইছেন কৈলাস বিজয়বর্গীয় এবং দিলীপ ঘোষদের মত শীর্ষ নেতারা ৷ একদিকে যখন তৃণমূল সুপ্রিমো পায়ে চোট পাওয়ায় তৃণমূলের প্রচার কর্মসূচি কার্যত ঘেঁটে গিয়েছে ৷ সেখানে স্টার ক্যাম্পেনারদের বেশি করে প্রচার ময়দানে নামিয়ে পাল্টা চাপ তৈরি করতে চাইছে রাজ্য বিজেপি ৷