তালডাংরা, 11 মার্চ : হুডখোলা গাড়ি৷ পরনে ধুতি-পাঞ্জাবি ৷ নমিনেশন জমা দিতে গেলেন বাঁকুড়া তালডাংরা বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তী ৷ বাদ্যযন্ত্র বাজিয়ে , খেলা হবে স্লোগান দিয়ে তাঁকে সঙ্গত দিলেন তাঁর অগনিত অনুগামী ৷
পরনে ধুতি-পাঞ্জাবি, মনোনয়ন জমা দিলেন অরূপ চক্রবর্তী
ধুতি-পাঞ্জাবি পরে একেবারে সাহেবি কায়দায় নমিনেশন জমা দিতে গেলেন বাঁকুড়া তালডাংরা বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তী ৷ তাঁর নমিনেশন জমা দিতে যাওয়ার সময় তাঁর অনুগামীদের ভিড় ছিল চোখে পড়ার মতো ৷
আগামী 1 এপ্রিল বাঁকুড়া তালডাংরা বিধানসভা কেন্দ্রে নির্বাচন ৷ সেই নির্বাচনের জন্যই খাতড়া মহকুমা শাসকের দপ্তরে মনোনয়নপত্র জমা দিতে গিয়েছিলেন তিনি ৷ খাতড়া বাজার থেকে খাতড়া মহকুমা শাসকের দপ্তর পর্যন্ত চলে এই মিছিল ৷ পেট্রোপণ্যের দাম বৃদ্ধির অভিনব প্রতিবাদও করেন তাঁর সমর্থকেরা ৷ পাশাপাশি সরকারের একাধিক প্রকল্পের গুনগানও শোনা যায় তাঁর নমিনেশন মিছিল-এ ৷ তাঁর অনুগামীদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো ৷
মনোনয়ন পত্রের জমা দেওয়ার পর তিনি বলেন, " কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারগুলিকে গলা টিপে মেরে দিতে চায় ৷ দিন দিন বৃদ্ধি পাচ্ছে গ্যাসের দাম , তেলের দাম ৷ তারই প্রতিবাদে এই মিছিল ৷ " মমতা বন্দ্যোপাধ্যায়কে তৃতীয়বারের জন্য বিধানসভা নির্বাচনে জয়ী করার আবেদন জানিয়ে বললেন, "জোড়াফুলে ভোট দিন ৷ মমতা বন্দ্যোপাধ্যায়কে জয়ী করুন ৷ "