খাতরা, 15 মার্চ : ভোটের বাকি আর মাত্র কয়েকদিন ৷ নীলবাড়ি দখলের লড়াইয়ে জোরকদমে প্রচারে নেমে পড়েছে বিজেপি ৷ আজ বাঁকুড়ার খাতড়ায় সিধু কানু স্টেডিয়ামে সভা করেন অমিত শাহ ৷ আজকেই প্রথম মমতার পায়ে চোট নিয়ে মুখ খুললেন শাহ ৷ সরব হলেন রাজ্যে বাড়তে থাকা রাজনৈতিক হিংসা নিয়ে ৷ একের পর এক বিজেপি কর্মীদের উপর আক্রমণ হচ্ছে বলে দিলীপ ঘোষরা যে অভিযোগ তুলে আসছেন, সেই কথা আজ আরও একবার উঠে এল অমিত শাহর বক্তৃতায় ৷
রানিবাঁধের সভায় অমিত শাহ বলেন, "মমতাজির পায়ে চোট লেগেছে ৷ এখনও জানা যায়নি কীভাবে তিনি এই চোট পেলেন ৷ তৃণমূল বলছে ষড়যন্ত্র করা হয়েছে ৷ অথচ, নির্বাচন কমিশন বলছে এটি একটি দুর্ঘটনা ৷" তিনি মমতাকে উদ্দেশ করে বলেন, "দিদি আপনি হুইল চেয়ারে করে ঘুরে বেড়াচ্ছেন ৷ আপনি আপনার পায়ের চোট নিয়ে চিন্তিত ৷ কিন্তু আমার দলের যে 130 জন কর্মীকে হত্যা করা হয়েছে, তাঁদের মায়ের দুঃখটা নিয়ে আপনি উদ্বিগ্ন নন ৷"
অমিত শাহ বলেন, " আমি প্রার্থনা করি আপনি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন ৷ কিন্তু আপনি যদি আমার দলের কর্মীরা যারাঁ হিংসায় প্রাণ হারিয়েছেন, তাঁদের কথা একটু ভাবতেন, তাহলে ভালো হত ৷"