বাঁকুড়া, 7 অগস্ট : শুক্রবার রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা (WBJEE 2021 Result)-র ফল প্রকাশিত হয়েছে ৷ সেখানে দ্বিতীয় স্থান অধিকার করেছেন বাঁকুড়ার সৌম্যজিৎ দত্ত ৷ সৌম্যজিতের পড়াশোনা বাঁকুড়া জেলা স্কুল থেকে ৷ তাঁর এই সাফল্যে শিক্ষা মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী সুভাষ সরকার শুভেচ্ছা জানিয়েছেন।
বাঁকুড়া জেলার কেশিয়াকোলের এক আবাসনে থাকেন সৌম্যজিৎ । বাবা স্বরুপ দত্ত বাঁকুড়া মেডিকেল কলেজ ও হাসপাতালের একজন চিকিৎসক । মা অপর্ণা দত্ত গৃহবধূ ৷ সৌম্যজিতের দিদি সুস্মিতা দত্ত, তিনিও ইঞ্জিনিয়ার ৷ বাবার মতো চিকিৎসক না হয়ে ভবিষ্যতে তিনি দিদির মতো ইঞ্জিনিয়ার হতে চান ৷ এরপর কম্পিউটার সায়েন্স বা ইসি বিষয় নিয়ে পড়তে চান।
তাঁর প্রিয় বিষয় অঙ্ক আর পদার্থ বিদ্যা । সৌম্যজিতের অবসর সময় কাটত খেলাধুলা, গল্পের বই পড়ে, আর মোবাইলে গেম খেলে । সৌম্যজিত বলেন," ভাল রেজাল্ট আশা করেছিলাম ৷ আমার এই সাফল্যে সময়টাকে খুবই কাজে লাগিয়েছিলাম ৷ সময় খুবই গুরুত্বপূর্ণ ৷ শিক্ষকরা যা যা বলতেন, তাই শুনতাম ৷"