সারেঙ্গা, 10 মার্চ : ভর্তি গ্যাস সিলিন্ডার থেকে জল বেরোতে দেখেছেন কোনওদিন ? হ্যাঁ, শুনতে অবাক লাগলেও এমন ঘটনা ঘটেছে বাঁকুড়ার সারেঙ্গায় ৷ ভর্তি গ্যাস সিলিন্ডার থেকে বেরোচ্ছে জল (Water is Coming Out Instead of Gas From Cylinders in Bankura)।
প্রসঙ্গত, কয়েকদিক আগে ডিসট্রিবিউটারের কাছ থেকে বাঁকুড়ার সারেঙ্গার এক বাসিন্দা ঘরে এনেছিল নতুন ভর্তি সিলিন্ডার ৷ প্রথম দুই তিন দিন সব ঠিকঠাক চললেও তার পর বাঁধে বিপত্তি । হঠাৎ করে গ্যাস বন্ধ, শত চেষ্টা করলেও আগুন আর জ্বালানো সম্ভব হয়নি । এদিকে গ্যাসের সিলিন্ডার দেখে বোঝার উপায় ছিল না খালি সিলিন্ডার বলে ৷ সিলিন্ডার নাড়ালেই ভেসে আসছিল ছল ছল, ঠিক জলের মতো শব্দ । অবশেষে সিলিন্ডারের মুখের কাছে একটি পেন দিয়ে চাপ দিতেই বেরিয়ে এল জল ।
আরও পড়ুন : Bodies Recover in Mayapur : মায়াপুরে বিদেশি মহিলা-সহ 2 জনের দেহ উদ্ধারে চাঞ্চল্য
অভিযোগ, বিগত এক সপ্তাহ ধরে এই সমস্যা ভোগ করে আসছেন পুরো সারেঙ্গাবাসী ৷ ভর্তি গ্যাসের সিলিন্ডার কিনে বাড়িতে আনার পর দু‘-তিনদিন ঠিকঠাক চললেও তারপর বন্ধ হয়ে যাচ্ছে আগুন । স্থানীয় বাসিন্দা কৃষ্ণা মাইতি বলেন, "তাড়াতাড়ি গ্যাস শেষ হয়ে যাওয়ায় আমাদের মনে সন্দেহ জাগে ৷ একমাসের গ্যাস 7-8 দিনেই শেষ হয়ে যায় ৷ তারপর গ্যাস নাড়াতে কল কল শব্দ শুনতে পাই ৷ সিলিন্ডারের মুখের কাছে একটি পেন দিয়ে চাপ দিতেই বেরিয়ে আসে জল ৷ আশেপাশে খোঁজ খবর নিয়ে জানতে পারি শুধু আমার সাথে নয় এরকম ঘটনা আরও অনেকের সঙ্গে ঘটেছে ৷"