বাঁকুড়া, 3 জুন :গ্রাম্য রাস্তার পাশে ‘শুকনো’ টাইম কল ৷ তার সামনেই সারি দিয়ে রাখা খালি হাঁড়ি, কলসি, বালতি ৷ জল আসার অপেক্ষায় চাতক পাখি গোটা গ্রাম ৷ এই ছবি বাঁকুড়া-1 ব্লকের আন্দারথোল গ্রামের নামোপাড়ার ৷
স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, পানীয় ও গৃহস্থালির অন্যান্য কাজের জন্য নলবাহিত জলের উপরই নির্ভর করেন তাঁরা ৷ গ্রামে নলকূপ ও পাতকুয়ো থাকলেও সেই জল পানীয় হিসাবে ব্যবহার করা যায় না ৷ এমনকী তা রান্নারও অযোগ্য বলেই দাবি বাড়ির মহিলাদের ৷ কারণ, তাতে খাবার ভালো করে সেদ্ধ হয় না ৷ পেটের সমস্যাও হয় ৷ আর তাই নলবাহিত জলের উপরই ভরসা করতে হয় গৃহিণীদের ৷ কিন্তু সেই জলের সরবরাহ ঠিক মতো না হওয়ায় সমস্যায় পড়েছেন আন্দারথোল গ্রামের নামো পাড়ার মহিলারা ৷