পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Bad Road Condition: 'রাস্তা দাও ভোট নাও' দেওয়াল লিখনে ভোট বয়কটের ডাক গ্রামবাসীদের - বেহাল রাস্তা সারইয়ের দাবিতে ভোট বয়কটের ডাক

বেহাল রাস্তা সারাইয়ের দাবিতে ভোট বয়কটের ডাক বাঁকুড়ার জঙ্গলমহলের আদিবাসী প্রধান এই গ্রামের বাসিন্দাদের ৷ 10 বছর ধরে মাটির এই রাস্তা সংস্কারের আবেদন জানিয়ে প্রশাসনের দরজা দরজায় ঘুরছেন স্থানীয়রা ৷

Etv Bharat
ভোট বয়কটের ডাক

By

Published : Apr 4, 2023, 10:35 PM IST

ভোট বয়কটের ডাক গ্রামবাসীদের

বাঁকুড়া, 4 এপ্রিল:দেওয়াল লিখনের মাধ্য়মে ভোট বয়কটের ডাক বাঁকুড়ার গ্রামে ৷ 'রাস্তা দাও ভোট নাও' লিখে এবার ভোট বয়কটের ডাক দিলেন বাঁকুড়ার সিমলাপালের মাচাতোড়া গ্রাম পঞ্চায়েতের সিদাগোড়া গ্রামের মানুষ । সামনেই পঞ্চায়েত ভোট, তার মধ্যে জঙ্গলমহলের আদিবাসী প্রধান এই গ্রামে অনুন্নয়নের অভিযোগ তুলে গ্রামবাসীদের এই 'ভোট বয়কটে'র সিদ্ধান্তে বেজায় অস্বস্তিতে শাসক শিবির ।

গ্রামের সঙ্গে এলাকার যোগাযোগের একমাত্র রাস্তাটির অবস্থা দীর্ঘদিন ধরে বেহাল । ওই রাস্তা দিয়েই এলাকার মানুষ নিত্য যাতায়াত করেন । এমনকী ছাত্র-ছাত্রীদের স্কুল, কলেজ যেতেও ভরসা এই একটি মাত্র রাস্তা । প্রায় 10 বছর ধরে মাটির এই রাস্তা সংস্কারের আবেদন জানিয়ে প্রশাসনের দোরে দোরে ঘুরছেন স্থানীয়রা ৷ তাতেও কোনও লাভ হয়নি ৷ সম্প্রতি ঢাক ঢোল পিটিয়ে সারা রাজ্যের সঙ্গে বাঁকুড়া জেলায় 644 কিলোমিটার রাস্তা তৈরির জন্য 'পথশ্রী' প্রকল্পের সূচনা হয় । কিন্তু এতসবের পরেও 'ব্রাত্য' আদিবাসী প্রধান গ্রামের এই রাস্তাটি । আর বাধ্য হয়েই 'ভোট বয়কটে'র ডাক দিলেন এই গ্রামের মানুষ ৷ পঞ্চায়েত ভোটের আগে গ্রামের দেওয়ালে রাজনৈতিক দলগুলির প্রতীক-সহ প্রচার নয়, ভোট বয়কটের ডাক দিয়ে দেওয়াল ভরাচ্ছেন স্থানীয়রা ।

আরও পড়ুন :কয়েক দশকেও রাস্তা তৈরি না-হওয়ায় ভোট বয়কটের ডাক গোটা গ্রামের

এই বিষয়ে বিজেপির তালডাংরা 4 নম্বর মণ্ডলের সভাপতি সুদীন মণ্ডলের দাবি, বিগত বাম সরকার ও বর্তমানে তৃণমূলের আমলে আদিবাসী জনজাতির মানুষরা উপেক্ষিতই থেকেছেন । শুধু সিমলাপালের সিদাগোড়া নয়, এমন অনেক গ্রাম আছে যেখানে প্রকৃত উন্নয়ন হয়নি । শাসকদল ও প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবেই ওই গ্রামের মানুষ ভোট বয়কটের ডাক দিয়েছেন বলে তিনি দাবি করেন ।

বেহাল রাস্তার বিষয়টি স্বীকার করে নিয়েছেন সিমলাপাল ব্লক তৃণমূল সভাপতি ফাল্গুনী সিংহবাবু । তিনি বলেন, "গ্রামের মানুষের দাবি ন্যায্য ৷ বিভিন্ন জায়গায় প্রস্তাব দেওয়া হয়েছে । তবে ভোট বয়কট সমস্যা সমাধানের পথ নয় । সমাধানসূত্র খুঁজতে দলের শীর্ষ নেতৃত্বের নজরে আনা হয়েছে বিষয়টি ।"

ABOUT THE AUTHOR

...view details