বাঁকুড়া, 4 এপ্রিল:দেওয়াল লিখনের মাধ্য়মে ভোট বয়কটের ডাক বাঁকুড়ার গ্রামে ৷ 'রাস্তা দাও ভোট নাও' লিখে এবার ভোট বয়কটের ডাক দিলেন বাঁকুড়ার সিমলাপালের মাচাতোড়া গ্রাম পঞ্চায়েতের সিদাগোড়া গ্রামের মানুষ । সামনেই পঞ্চায়েত ভোট, তার মধ্যে জঙ্গলমহলের আদিবাসী প্রধান এই গ্রামে অনুন্নয়নের অভিযোগ তুলে গ্রামবাসীদের এই 'ভোট বয়কটে'র সিদ্ধান্তে বেজায় অস্বস্তিতে শাসক শিবির ।
গ্রামের সঙ্গে এলাকার যোগাযোগের একমাত্র রাস্তাটির অবস্থা দীর্ঘদিন ধরে বেহাল । ওই রাস্তা দিয়েই এলাকার মানুষ নিত্য যাতায়াত করেন । এমনকী ছাত্র-ছাত্রীদের স্কুল, কলেজ যেতেও ভরসা এই একটি মাত্র রাস্তা । প্রায় 10 বছর ধরে মাটির এই রাস্তা সংস্কারের আবেদন জানিয়ে প্রশাসনের দোরে দোরে ঘুরছেন স্থানীয়রা ৷ তাতেও কোনও লাভ হয়নি ৷ সম্প্রতি ঢাক ঢোল পিটিয়ে সারা রাজ্যের সঙ্গে বাঁকুড়া জেলায় 644 কিলোমিটার রাস্তা তৈরির জন্য 'পথশ্রী' প্রকল্পের সূচনা হয় । কিন্তু এতসবের পরেও 'ব্রাত্য' আদিবাসী প্রধান গ্রামের এই রাস্তাটি । আর বাধ্য হয়েই 'ভোট বয়কটে'র ডাক দিলেন এই গ্রামের মানুষ ৷ পঞ্চায়েত ভোটের আগে গ্রামের দেওয়ালে রাজনৈতিক দলগুলির প্রতীক-সহ প্রচার নয়, ভোট বয়কটের ডাক দিয়ে দেওয়াল ভরাচ্ছেন স্থানীয়রা ।
আরও পড়ুন :কয়েক দশকেও রাস্তা তৈরি না-হওয়ায় ভোট বয়কটের ডাক গোটা গ্রামের