বাঁকুড়া, 9 নভেম্বর: বর্ষা এলেই চোখে নেমে আসে অন্ধকার । মানুষগুলোর দিনগুোনা শুরু হয় আজ আছি কাল নেই অস্তিত্বে । শুধু বর্ষা বললে ভুল হবে, বছরভরই চরম সমস্যায় দিন কাটাতে হয় গ্রামবাসী এবং স্কুল পড়ুয়াদের (Villagers Demand Construction of check Dam)। বাঁকুড়া জেলার ওন্দা বিধানসভার প্রান্তিক গ্রাম পুনিশোল ৷ আর এই গ্রামেরই জিড়রী পাড়ার পাশ দিয়ে বয়ে চলেছে একটি ক্যানেল ৷ আর এই ক্যানেলের ঠিক পাড়ে অবস্থিত জিড়রী পাড়া প্রাথমিক বিদ্যালয় ।
গ্রামের সব চাইতে নিচু জায়গা হওয়ায় সারাগ্রামের জল বর্ষাকালে এই স্কুল সংলগ্ন জায়গা দিয়ে পার হয় ৷ তার জেরে স্কুলের ঠিক পাশে তৈরি হয়েছে প্রায় 200 ফুট উঁচু একটি খাড়াই খাল । ক্যানেলের ওপারেই গ্রামের সব মানুষের চাষযোগ্য জমিগুলি অবস্থিত তাই এই সময়টা ফসল তোলার জন্য চরম বেগ পেতে হচ্ছে গ্রামবাসীদের । একটাই রাস্তা যা দিয়ে পুরো মাঠের ফসলকে গ্রামে তুলতে হয় কিন্তু অন্তরায় খাঁড়াই খাল ৷ বিকল্প রাস্তা থাকলেও তা 6 কিলোমিটার ঘুরপথে আসতে হয়, তাই এই রাস্তায় আসা ছাড়া আর করার কিছু নেই । এই রাস্তা দিয়ে ঝুঁকিপূর্ণ পারাপারের জেরে পূর্বে ঘটে গিয়েছে অনেক বিপত্তি ৷ শুধু তাই নয়, এই ক্যানেলের ঠিক পারে হাইটেনশেন বৈদ্যুতিক খুঁটি থাকায় বর্ষায় সময় বিদ্যুৎপৃষ্ট হওয়ারও ভয় আছে বলেও জানাচ্ছেন গ্রামবাসী । এর ঠিক পাশে প্রাথমিক বিদ্যালয়ের অবস্থান হওয়ায় স্কুলের ছাত্রছাত্রীদের ওই খাঁড়াই খালে পড়ে জীবনহানির আশঙ্কা আছে বলেও জানাচ্ছেন স্কুলশিক্ষক এবং গ্রামবাসী ।